Kunickaa Sadanand

দুটো লিভ-ইন, চারটে প্রেম, দুটো বিয়ে, ডুবে থাকতেন মদে! নিজেকে নিয়ে কোন স্বীকারোক্তি কুনিকার?

কুনিকা ‘বিগ বস্‌’-এর অন্য তিন প্রতিযোগী গৌরব খন্না, প্রণীত মোরে ও মৃদুল তিওয়ারির সঙ্গে মাদক নিয়ে আলোচনা করছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৬:০০
Share:

কুনিকা সদানন্দ সম্পর্ক নিয়ে মুখ খুললেন ‘বিগ বস্‌’-এ। ছবি: সংগৃহীত।

কুমার শানুর সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলে খবরের শিরোনামে উঠে এসেছিলেন কুনিকা সদানন্দ। এই মুহূর্তে তিনি রয়েছেন ‘বিগ বস্‌ ১৯’-এ। সেখানেই নিজের সম্পর্ক, একত্রবাস নিয়ে খোলাখুলি কথা বললেন কুনিকা। দাবি করলেন, ৬০ বছর বয়স পর্যন্ত এ সব চলতেই পারে।

Advertisement

কুনিকা ‘বিগ বস্‌’-এর অন্য তিন প্রতিযোগী গৌরব খন্না, প্রণীত মোরে ও মৃদুল তিওয়ারির সঙ্গে মাদক নিয়ে আলোচনা করছিলেন। তখনই বর্ষীয়ান অভিনেত্রী বলেন, “আমি মাদক কখনও নিইনি। কিন্তু একটা সময়ে আমি খুব মদ্যপান করতাম। আসলে একটা সম্পর্ক ভাঙার পরে আমি খুব ভেঙে পড়েছিলাম। খুব ফুলে গিয়েছিলাম। নিজেকেই দেখেই ভাবছিলাম, বাপ রে বাপ! এ আমাকে কেমন দেখতে লাগছে!”

এর পরেই জীবনে সম্পর্কের প্রসঙ্গ উঠে আসে। কোনও রাখঢাক না করেই কুনিকার স্বীকারোক্তি, “আমি দুটো একত্রবাস সম্পর্কে ছিলাম। আর চারটে প্রেম করেছি।” এই শুনে মৃদুল অবাক হন। তখন হেসে কুনিকা বলেন, “আমার বিয়েও হয়েছে দুটো। ৬০ বছর পর্যন্ত এ সব চলতে পারে।” এই শুনে মৃদুল বলেন, “জীবনে এই পরিমাণ আত্মবিশ্বাসের প্রয়োজন আমার।”

Advertisement

কুনিকা জানান,অভিনয় জগতে থাকলেও কখনও কোনও অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়াননি তিনি। তাঁর মতে, অভিনেতারা নিজেদের নিয়েই মগ্ন থাকেন। অন্য কাউকে ভালবাসতে পারেন না। কুনিকার কথায়, “অভিনেতারা সব সময় আয়নায় নিজেদের দেখতে ব্যস্ত থাকেন। নিজেদের কেমন দেখাচ্ছে, এই নিয়ে তাঁরা ভাবেন।”

কুনিকা জানান, কুমার শানুর সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। তখন শানু বিবাহিত। ৬ বছর কুনিকার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement