Arjun Kapoor birthday

অর্জুনের জন্মদিনে ভালবাসা পাঠালেন মালাইকা! ফের কি জোড়া লাগছে ভাঙা প্রেম?

গত কয়েক দিন ধরেই বি-টাউনে জল্পনা, ফের সম্পর্কে জোড়া লাগাচ্ছেন অর্জুন ও মালাইকা। বৃহস্পতিবার অর্জুনের জন্মদিনে সেই জল্পনাই আরও ঘনীভূত হল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১২:১৬
Share:

অর্জুনের জন্মদিনে মালাইকার বার্তা। ছবি: সংগৃহীত।

ফের জোড়া লাগছে অর্জুন কপূর ও মালাইকা অরোরার সম্পর্ক? গত বছর ঠিক এই সময়েই ভেঙে গিয়েছিল যুগলের প্রেম। এমনকি গত বছর অর্জুনের জন্মদিনে সমাজমাধ্যমে কোনও শুভেচ্ছাবার্তা আসেনি মালাইকার তরফে। বছর ঘুরতে না ঘুরতেই কি বদলে গেল সেই সমীকরণ!

Advertisement

গত কয়েক দিন ধরেই বি-টাউনে জল্পনা, সম্পর্কের ক্ষতে প্রলেপ লাগাচ্ছেন অর্জুন ও মালাইকা। বৃহস্পতিবার অর্জুনের জন্মদিনে সেই জল্পনাই আরও ঘনীভূত হল। গত বছর অভিনেতার জন্মদিনের অনুষ্ঠানে দেখা যায়নি মালাইকাকে। এ বার মালাইকার সমাজমাধ্যমে ফের জায়গা করে নিলেন ‘প্রাক্তন’ প্রেমিক অর্জুন। অভিনেতার একটি বুমেরাং ছবি ভাগ করে নিয়েছেন মালাইকা— বিদেশের রাস্তায় খোশমেজাজে লম্ফঝম্ফ করছেন তিনি। সঙ্গে অভিনেত্রীর শুভেচ্ছাবার্তা, “শুভ জন্মদিন অর্জুন কপূর”। এর সঙ্গে সুরার গ্লাসের ইমোজি দিয়েছেন উদ্‌যাপনের প্রতীক হিসাবে। সেখানেই রয়েছে একটি হৃদয়ের ইমোজিও— তবে, তা লাল নয়। সাদা।

কিছু দিন আগেই ভালবাসা নিয়ে মধ্যযুগের কবি রুমির লেখা একটি উক্তি তুলে ধরেন মালাইকা। লেখেন, “আমি তোমাকে আমার হৃদয় দিয়ে বা বুদ্ধি দিয়ে ভালবাসব না। বুদ্ধিভ্রম হতে পারে, আবার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। বরং আমি তোমাকে আমার আত্মা দিয়ে চিরন্তন ভালবাসব।” হঠাৎ ভালবাসা নিয়ে মালাইকার এমন পোস্ট দেখে অবাক হয়েছিলেন অনুরাগীরা। এই পোস্ট অর্জুন কপূর ‘লাইক’ করতেই তাঁরা আরও বেশি করে চমকে যান। এক সময়ের ‘পাওয়ার কাপল’-এর অনুরাগীরা তাঁদের সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন।

Advertisement

অর্জুনের জন্মদিনে সেই জল্পনা কি আরও স্পষ্ট হয়ে উঠল, না কি হৃদয় বা বুদ্ধি দিয়ে ভালবাসার পরিবর্তে মালাইকা যে আত্মিক প্রেমের কথা বলেছিলেন, সেই বার্তাই রেখে গেলেন সাদা হৃদয়ের ইমোজিতে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement