Amitabh Bachchan

অমিতাভের কণ্ঠ আর শোনা যাবে না ফোনে! কেন বিগ বিকে নিয়ে বড় পদক্ষেপ করল সরকার?

কাউকে ফোন করতে গেলেই প্রথমে শোনা যেত অমিতাভের কণ্ঠ। রাশভারী গলায় সাইবার অপরাধ নিয়ে ভারতের নাগরিকদের সতর্ক করতেন তিনি। আর শোনা যাবে না সেই কণ্ঠ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১০:৪১
Share:

অমিতাভের কণ্ঠ আর শোনা যাবে না। ছবি: সংগৃহীত।

আর শোনা যাবে না অমিতাভ বচ্চনের গলা। বিগ বি-কে নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কাউকে ফোন করতে গেলেই প্রথমে শোনা যেত অমিতাভের গলা। রাশভারী কণ্ঠে সাইবার অপরাধ নিয়ে ভারতের নাগরিকদের সতর্ক করতেন তিনি। ২৬ জুন অর্থাৎ বৃহস্পতিবার থেকে সেই কণ্ঠ আর শোনা যাবে না ফোন করার সময়।

Advertisement

জানা যাচ্ছে, এই নির্দিষ্ট প্রচার কর্মসূচির মেয়াদ শেষ হয়েছে। তাই ভারত সরকারও অমিতাভ বচ্চনের কণ্ঠের রেকর্ড বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে গত কয়েক বছরে সাইবার অপরাধ পরিমাণে বেড়েছে অনেকটাই। তাই ফোনে কলার টিউনের মাধ্যমে মানুষকে সতর্ক করার পদক্ষেপ করেছিল সরকার। ব্যবহৃত হচ্ছিল অমিতাভ কণ্ঠস্বর। দীর্ঘ দিন ফোনের কলার টিউনে বেজেছে তাঁর গলা।

Advertisement

এক সময় মানুষ বিরক্তি প্রকাশ করা শুরু করে। এই সতর্কীকরণ বার বার শোনা নিয়ে ক্ষোভপ্রকাশ করতে শুরু করেন সমাজমাধ্যমেও। অনেকেই দাবি করেন, কোনও জরুরি অবস্থায় তাড়াহুড়োয় ফোন করার সময়ও এই রেকর্ড বাজায় তাঁরা বিরক্ত হয়েছেন। এমনকি এই রেকর্ডের জন্য সমাজমাধ্যমে অমিতাভ বচ্চনকেও কটাক্ষের শিকার হতে হয়। তাঁকে নিয়ে নানা রকমের মিমও তৈরি হয়।

কিছু দিন আগে এক্স হ্যান্ডলে এক নেটাগরিকের সঙ্গে বাক্‌যুদ্ধেও জড়িয়েছিলেন বিগ বি। অমিতাভ তাঁর একটি পোস্টে লিখেছিলেন, “হ্যাঁ, আমিও একজন প্রশংসক।” নেটাগরিক মন্তব্য বিভাগে কটাক্ষ করে বলেন, “এ বার তা হলে ফোনে একই জিনিস বলা বন্ধ করুন।” উত্তরে বিগ বি বলেছিলেন, “সরকারকে গিয়ে বলো ভাই। ওরা আমাকে বলতে বলেছে। তাই আমি সেটাই করেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement