Bengali Television Updates

লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে মুম্বই, এ বার পাকাপাকি বলিউডেই কাজ করতে চান? জানালেন মিশমি

বলিউডের টানে বাংলা ছাড়লেন মিশমি! আগামী সপ্তাহ থেকে শুটিং শুরু করবেন। কোথায়, কী ভাবে দেখা যাবে তাঁকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৩:১৭
Share:

বাংলা থেকে বলিউডে মিশমি দাস। ছবি: ফেসবুক।

মুম্বইয়ে চলে গিয়েছেন মিশমি দাস! সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে তাঁর শুটিং শুরু। বেশ কয়েক বছর আগেও বলিউডে কাজ করেছেন। এ বার মিশমির মুম্বইযাত্রার নেপথ্যে লীনা গঙ্গোপাধ্যায়। কী ভাবে? জানতে শুক্রবার সকালে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। সদ্য ঘুমভাঙা কণ্ঠস্বরে মিশমি জানালেন, লীনার হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ নতুন প্রজন্মের গল্প শুরু হচ্ছে। সেখানেই তাঁকে নায়কের বোনের চরিত্রে দেখা যাবে। তাই ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ ছেড়ে আপাতত তিনি মুম্বইবাসী। খবর, তাঁর অভিনীত ‘রোহিণী’ চরিত্রে এ বার দেখা যাবে সৌমী চক্রবর্তীকে।

Advertisement

কী ভাবে ডাক পেলেন? জানতে চাইতেই মিশমি বললেন, “আচমকাই প্রযোজনা সংস্থা যোগাযোগ করে। অডিশন দিতে বলে। আমি আশা করিনি। ভিডিয়ো বানিয়ে পাঠিয়ে দিয়েছি, এই পর্যন্ত। মনে হয়েছিল, সুযোগ পাব না।” কিন্তু ব্যাপারটা উল্টোই ঘটল। দিন কয়েক পরে আবার ফোন। প্রযোজনা সংস্থা জানাল, মিশমি নির্বাচিত। তিনি যেন দ্রুত মুম্বই চলে আসেন। দ্বিতীয় বার আর ভাবেননি অভিনেত্রী।

হয় খলনায়িকা, না হয় নায়কের বোন! নায়িকা হয়ে পর্দা জু়ড়ে অভিনয় করতে ইচ্ছা করে না?

Advertisement

মিশমি অস্বীকার করেননি। তাঁর যুক্তি, “অবশ্যই ইচ্ছা করে। কিন্তু কবে নায়িকার চরিত্র পাব তবে বলিউড যাব— এই ভাবনা কি খুব বুদ্ধিমানের?” জানিয়েছেন, বরাবর খলনায়িকা হয়ে অভিনয় করেছেন তিনি। নায়কের বোন হিসাবে প্রথম অভিনয় করেছেন ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। মিশমি তাই লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিকে সুযোগ পেয়ে খুবই খুশি। আশা, এ ভাবেই হয়তো তাঁর দ্বিতীয় আধ্যায় শুরু হল।

তবে মুম্বই এই প্রথম নয়। ২০১৮-১৯, একটানা মুম্বইয়ে ছিলেন মিশমি। তাঁকে দেখা গিয়েছিল অল্ট বালাজির ‘ডায়েন’ ধারাবাহিকে। জি-এর অরিজিনালসেও অভিনয় করেছেন তখন। এ বার তিনি বলিউডে পাকাপাকি থাকতে এসেছেন। শুধুই ছোট পর্দা? সিরিজ়, বড় পর্দায় অভিনয় করবেন না? হিন্দি-বাংলা— দুই মাধ্যমেই কাজ করতে চান অভিনেত্রী। তবে এখন যাবতীয় মনোযোগ ‘ঝনক’কে ঘিরেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement