Navina Bole on Sajid Khan

‘পোশাক খুলে অন্তর্বাস পরে আমার সামনে বসো’, সাজিদ খানের সঙ্গে ভয়াবহ অভিজ্ঞতা নবীনার!

প্রস্তাব শুনে অপ্রস্তুত হয়ে পড়েছিলেন নবীনা। বুঝতে পারছিলেন না, কী ভাবে উত্তর দেবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৩:৪১
Share:

সাজিদ খানের সঙ্গে ভয়াবহ অভিজ্ঞতা হয় নবীনা বোলের। ছবি: সংগৃহীত।

যৌন হেনস্থার একাধিক অভিযোগ রয়েছে সাজিদ খানের বিরুদ্ধে। পরিচালককে নিয়ে ফের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ফাঁস করলেন নবীনা বোলে। ছোট পর্দার অভিনেত্রীর কথায়, “সাজিদ ভয়ঙ্কর খারাপ লোক।”

Advertisement

২০০৪ সালের ঘটনা। সেই সময় ‘হে বেবি’ ছবি পরিচালনা করছিলেন সাজিদ। একদিন হঠাৎই নবীনাকে নিজের অফিসে ডেকে পাঠান তিনি। অভিনেত্রীকে দেখামাত্রই সমস্ত পোশাক খোলার নির্দেশ দিয়েছিলেন সাজিদ। নবীনা এক সাক্ষাৎকারে বলেছেন, “সাজিদ খান খুব খারাপ এবং ভয়ঙ্কর মানুষ। এই লোকটার সঙ্গে আমি আর কখনও মুখোমুখি হতে চাই না এ জীবনে। মহিলাদের অসম্মান করার ব্যাপারে ওর চেয়ে ভাল আর কেউ হতেই পারে না।” এর পরেই সেই ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করে নেন নবীনা।

তিনি বলেন, “আমাকে যখন তিনি ডেকে পাঠিয়েছিলেন, আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বললেন, ‘তুমি তোমার সমস্ত পোশাক খুলে অন্তর্বাস পরে কেন বসছ না? আমি দেখতে চাই, নিজের শরীর নিয়ে তুমি কতটা স্বচ্ছন্দ বোধ করো।’ আমি এটা ২০০৪ সালের কথা বলছি।”

Advertisement

এই প্রস্তাব শুনে অপ্রস্তুত হয়ে পড়েন নবীনা। বুঝতে পারছিলেন না, কী ভাবে উত্তর দেবেন। তখন সাজিদ বলেছিলেন, “অসুবিধা কোথায়? মঞ্চেও তো তুমি বিকিনি পরো। তাই নিশ্চিন্তে তুমি অন্তর্বাস পরে বসতে পারো।” এর উত্তরে নবীনা বলেছিলেন, “বিষয়টা এমন হলে, আমি বাড়িতে গিয়ে বিকিনি পরে আসছি। আপনার সামনে এখনই আমি পোশাক খুলতে পারব না।” এর পরে কোনও মতে সাজিদের বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন ছোট পর্দার অভিনেত্রী। আর ফিরে যাননি। অভিনেত্রীর দাবি, সাজিদ অপেক্ষা করেছিলেন, হয়তো বিকিনি পরে ফিরে যাবেন তিনি। তবে সেই ইচ্ছে তাঁর পূরণ হয়নি। কিন্তু সাজিদ বার বার ফোন করতে থাকেন নবীনাকে।

‘মিলে জব হম তুম’, ‘ইয়ে হ্যায় মহব্বতে’, ‘জিনি অউর জিজু’, ‘তারক মেহতা কা উল্টা চশমা’ নামের ধারাবাহিকে অভিনয় করেছেন নবীনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement