Payal Rohatgi

গাঁধী পরিবারকে নিয়ে কু-মন্তব্য, আটক অভিনেত্রী পায়েল রোহতগি

এর আগেও অলটপকা মন্তব্য করে একাধিক বার বিতর্কে জড়িয়েছেন পায়েল রোহতগি।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ১৭:২২
Share:

আটক পায়েল রোহতগি। —ফাইল চিত্র।

নেহরু-গাঁধী পরিবারকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় অভিনেত্রী পায়েল রোহতগিকে আটক করল রাজস্থান পুলিশ। তবে পায়েলের অভিযোগ, তাঁকে গ্রেফতারই করা হয়েছে। হস্তক্ষেপ করা হয়েছে তাঁর বাক স্বাধীনতায়।

Advertisement

অক্টোবর মাসে টুইটারে একটি ভিডিয়ো পোস্টে মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, তাঁর স্ত্রী কমলা নেহরু, ইন্দিরা গাঁধী এবং ফিরোজ গাঁধীকে নিয়ে কু-মন্তব্য করার অভিযোগ পায়েলের বিরুদ্ধে। তার জেরে বুন্দির যুব কংগ্রেস নেতা চর্মেশ শর্মা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

তার ভিত্তিতেই পায়েলকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজস্থানের বুন্দির পুলিশ সুপার মমতা গুপ্ত। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘আমদাবাদ থেকে আটক করা হয়েছে ওঁকে। সোমবার সকালে বুন্দি নিয়ে আসা হবে ওঁকে। মতিলাল নেহরু এবং গাঁধী পরিবারকে নিয়ে কু-মন্তব্য করায়, অক্টোবরে ওঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।’’

Advertisement

পায়েলের টুইট।

এ নিয়ে সরাসরি পায়েলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি সংবাদমাধ্যম। তবে তাঁর টুইটার হ্যান্ডলে এ দিন লেখা হয়, ‘‘গুগল থেকে তথ্য সংগ্রহ করে মতিলাল নেহরুকে নিয়ে একটি ভিডিয়ো বানিয়েছিলাম। তার জন্য রাজস্থান পুলিশ আমাকে গ্রেফতার করেছে। এ দেশে বাক স্বাধীনতা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’’

তবে এই প্রথম নয়, এর আগেও অলটপকা মন্তব্য করে একাধিক বার বিতর্কে জড়িয়েছেন পায়েল রোহতগি। এ বছরের শুরুতেই রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশদের চামচা’ বলে উল্লেখ করেন তিনি। তার আগে, দিল্লিতে মুঘল সম্রাটদের নামে যত রাস্তা রয়েছে, তা বদলে হিন্দু রাজাদের নামে করে দেওয়ার দাবিও তুলেছিলেন তিনি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন