Piloo Vidyarthi

‘কেন এখনও বিদ্যার্থী পদবি ব্যবহার করি?’ প্রতি দিন একই প্রশ্নে নাজেহাল পিলু, বিরক্ত অভিনেত্রীর সপাট উত্তর

অভিনেত্রী, সুগায়িকা— এই পরিচয়েই তাঁকে চেনেন সবাই। কিন্তু এত কিছুর পরেও পিলু বিদ্যার্থীর বিবাহবিচ্ছেদ নিয়েই সর্বত্র প্রশ্ন তোলা হয়। এ প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০৯:০৪
Share:

কেন বিরক্ত অভিনেত্রী পিলু বিদ্যার্থী? ছবি: সংগৃহীত।

একের পর এক প্রশ্নে জেরবার অভিনেত্রী পিলু বিদ্যার্থী। কখনও প্রশ্ন, কেন আশিস বিদ্যার্থীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর? কিংবা কেন এখনও ‘বিদ্যার্থী’ পদবি ব্যবহার করেন তিনি? বিভিন্ন সাক্ষাৎকারে এই ধরনের একাধিক অর্থহীন প্রশ্নের সম্মুখীন হয়ে মানসিক ভাবে বিপর্যস্ত অভিনেত্রী। সেই বিরক্তির কথাই প্রকাশ করলেন পিলু?

Advertisement

মঞ্চ, বড়পর্দা, ছোটপর্দা— তিন মাধ্যমেই কাজ করতে দেখা গিয়েছে পিলুকে। শুধু তা-ই নয়, সঙ্গীত নিয়েও তাঁর চর্চা রয়েছে। এত কিছু সত্ত্বেও শুধুই তাঁর ব্যক্তিগত জীবনকে টেনে চর্চায় অত্যন্ত বিব্রত পিলু, জানালেন আনন্দবাজার ডট কম-কে। তিনি বলেন, “সারা ক্ষণ প্রশ্ন, এখনও কেন আমি বিদ্যার্থী পদবি ব্যবহার করি? কাকে বলব যে, সে এক লম্বা প্রক্রিয়া। আমার জীবন কি শুধুই এটুকুতে সীমাবদ্ধ?”

সম্প্রতি, অভিনেত্রীর প্রাক্তন স্বামী এবং বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। পিলু যোগ করেন, “আমার সাক্ষাৎকারে ছবি দেওয়া হচ্ছে আশিস এবং রূপালির। কেন? আমি বুঝতে পারছি না।” তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সব আলোচনা থেকে দূরে থাকতে চান। নিজের মতো একা তিনি খুশিতেই আছেন। নিজের কাজে রয়েছেন। আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে পিলুর অভিনীত নতুন ছবি ‘হক্‌’। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ইমরান হাশমি এবং ইয়ামি গৌতমকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement