প্রিয়াঙ্কা ভট্টাচার্য কিসের ব্যবসা শুরু করলেন? ছবি: সংগৃহীত।
অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে ছোটপর্দায় দেখতে অভ্যস্ত দর্শক। ‘মা’ ধারাবাহিকে ফুলকির বড়বেলার চরিত্রে তাঁকে এখনও মনে রেখেছে দর্শক। তার পরে বিভিন্ন ওয়েব সিরিজ়, মিউজ়িক ভিডিয়োয় তাঁকে দেখেছেন অনুরাগীরা। মাঝে ছোটপর্দায় সে ভাবে দেখা যায়নি তাঁকে। প্রশ্ন ঘুরছিল, অভিনেত্রী কোথায়? জানা গিয়েছে এরই মধ্যে নতুন ব্যবসা খুলেছেন প্রিয়াঙ্কা।
ছোট থেকে ব্যবসায়ী পরিবেশেই বড় হয়েছেন অভিনেত্রী। বাবার কয়লার বড় ব্যবসা। ইটভাটাও ছিল। সুতরাং ছোট থেকেই ব্যবসা করার ইচ্ছা প্রিয়াঙ্কার। ফলে অনেক দিন ধরেই পরিকল্পনা করছেন। গয়নার সংস্থা খুলেছেন। প্রিয়াঙ্কা বললেন, “হিরের গয়না সবাই সচরাচর কিনতে পারেন না দামি বলে। আমি রুপোর সঙ্গে হিরের একটা মেলবন্ধন তৈরি করেছি। দু’হাজার টাকা থেকে শুরু হচ্ছে গয়না। আমাদের নিজস্ব ডিজ়াইনার আছেন। নিজেরাই তৈরি করব ডিজ়াইন। আপাতত সবটাই অনলাইনে। আমাদের নিজস্ব শোরুম তৈরি হচ্ছে বড়বাজারে।”
সমাজমাধ্যমে প্রিয়াঙ্কার বিভিন্ন ভিডিয়ো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। যা দেখে বিভিন্ন মহলে প্রশ্ন, অভিনয়ে সে ভাবে সুযোগ মিলছে না বলেই কি ব্যবসার পরিকল্পনা? প্রিয়াঙ্কার জবাব, “এগুলো তাঁরাই বলেন যাঁরা সবটা একসঙ্গে করে উঠতে পারেন না। তবে এটাও সত্যি আমাদের ইন্ডাস্ট্রি অনিশ্চিত, তাই পাশাপাশি আরও একটা পরিকল্পনা রাখা উচিত। আর ‘বস্’ হতে আমার খুবই ভাল লাগে।” এই মুহূর্তে কলকাতায় থাকলেও, অভিনেত্রী মুম্বইয়েই থাকেন মূলত। সেখানেই অডিশন দিচ্ছেন। সেই সূত্রে মরাঠি ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগও পেয়েছেন। ব্যবসার পাশাপাশি অভিনয়কেও সমান গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী।