কার সঙ্গে শেষ দেখা প্রিয়ঙ্কার। ছবি: সংগৃহীত।
শেষ দেখা কবে, তা আন্দাজ করতে পারেন সহজেই। ফের রহস্যময় পোস্টে জল্পনা উস্কে দিলেন প্রিয়ঙ্কা চোপড়া। কার উদ্দেশে তাঁর এই মন্তব্য, প্রশ্ন তুলছেন অনুরাগীরা। গত কয়েক দিনে পর পর বেশ কিছু রহস্যময় পোস্ট করেছেন ‘দেশি গার্ল’। তাই তাঁর অনুরাগীদের মধ্যে তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে।
ইনস্টাগ্রামের ‘স্টোরি’তে প্রায়ই নানা মজার রসিকতা ভাগ করে নেন প্রিয়ঙ্কা। জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘দ্য অফিস’-এর একটি দৃশ্য। সেখানেই লেখা, “কারও সঙ্গে প্রথম দিন দেখা হলেই, বোঝা যায় এটাই আসলে শেষ দেখা।” কাকে খোঁচা দিয়েছেন প্রিয়ঙ্কা?
কিছু দিন আগে প্রিয়ঙ্কার আরও একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। কেউ অসম্মান করলে তাঁকে জীবন থেকে বাদ দিয়ে দিতে দু’বার ভাবেন না তিনি। দাবি করেছিলেন সেই পোস্টে। প্রিয়ঙ্কার ভাগ করে নেওয়া পোস্টে লেখা ছিল, “সাধারণত আমি খুবই ভাল এবং বুঝদার মানুষ। কিন্তু এক বার আমাকে অসম্মান করে দেখুন। আপনি বুঝে যাবেন, কেন আমার জীবনে মাত্র তিনটে বন্ধু।” জাতীয় পুরস্কারের মঞ্চে শাহরুখ খান সম্মানিত হওয়ার পরেই এই মন্তব্য করেছিলেন প্রিয়ঙ্কা। তার পর থেকে তাঁর সমাজমাধ্যমে পর পর রহস্যময় পোস্ট। তাই এ বার তিনি কার সঙ্গে ‘শেষ দেখা’ হওয়ার ইঙ্গিত দিয়েছেন, সেই প্রশ্নও উঠেছে।
উল্লেখ্য, একটা সময়ে শাহরুখ খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল প্রিয়ঙ্কার। বলিউডে নাকি এই সম্পর্ক ‘সর্বজনবিদিত’ ছিল। কিন্তু শাহরুখ-পত্নী গৌরী খান বিষয়টি ভাল ভাবে নেননি। গৌরীর হস্তক্ষেপে ফের দূরত্ব তৈরি হয় শাহরুখ-প্রিয়ঙ্কার মধ্যে। এই কারণে প্রিয়ঙ্কা নাকি বলিউ়ড ছেড়ে যেতে বাধ্য হন। তার পরে হলিউডে গিয়ে নিজের পরিচিতি তৈরি করে নেন ‘দেশি গার্ল’। পাশাপাশি, আমেরিকায় গিয়ে নিক জোনাসের সঙ্গে সংসারও গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী।