ফের বিতর্কে রণবীর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
‘সঙ্গম’ বিতর্কের পরে এ বার বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে মন্তব্য করে বিতর্কে রণবীর ইলাহাবাদিয়া। সুপ্রিম কোর্টের থেকে নির্দেশ এল, অবিলম্বে ক্ষমা চাইতে হবে নেটপ্রভাবীকে। রণবীরের পাশাপাশি এ বারও বিতর্কে নাম জড়িয়েছে সময় রায়নার।
কৌতুকশিল্পীরা প্রায়ই তাঁদের কৌতুকানুষ্ঠানে বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে মশকরা করে থাকেন। সমাজমাধ্যমে অথবা মঞ্চে ‘স্ট্যান্ডআপ’ অনুষ্ঠানে এই ধরনের মন্তব্য করার জন্য নেটপ্রভাবী ও কৌতুকশিল্পীদের ক্ষমা চাইতে বলেছে শীর্ষ আদালত। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই কৌতুকশিল্পীদের। এমনকি, ভবিষ্যতে এমন করলে আর্থিক জরিমানাও হতে পারে বলে জানানো হয়েছে।
বিশেষ করে, বিতর্কিত অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এর একটি পর্ব নিয়ে আপত্তি উঠেছে। এই পর্বে রণবীর ও সময় ছাড়াও বিপুন গয়াল, বলরাজ পরমজিৎ সিংহ ঘাই, সোনালি ঠক্কর ও নিশান্ত জগদীশ তনওয়ারও ছিলেন। অভিযোগ, তাঁরা বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে এমন রসিকতা করেছেন, যার মধ্যে বিন্দুমাত্র সংবেদনশীলতা নেই।
বিচারপতি সূর্য কান্ত ও জয়মাল্য বাগচী এই কৌতুকশিল্পীদের উদ্দেশে বলেছেন, “আদালতের কাছে আপনারা যে ক্ষমাপ্রার্থনা করেছেন, ঠিক সেটাই প্রকাশ্যে নিজেদের সমাজমাধ্যমে এ বার করুন।” কৌতুকশিল্পীদের পক্ষ থেকেও জানানো হয়েছে, তাঁরা অবিলম্বে সমাজমাধ্যমে ক্ষমা চাইবেন।
জয়মাল্য বাগচী আরও বলেছেন, “রসিকতা তো এই জীবনেরই অঙ্গ। আমরা তো নিজেদের নিয়েও হাসাহাসি করি। কিন্তু আমরা যখন অন্যদের নিয়ে হাসাহাসি করি এবং সংবেদনশীলতার সীমা ছাড়িয়ে যাই, তখনই সমস্যার শুরু হয়।” কৌতুকশিল্পীদের বক্তব্য এখন বাণিজ্যের আওতায়। তাই বাক্স্বাধীনতার পাশাপাশি বক্তব্য নিয়ে দায়িত্ববোধও থাকা উচিত বলে জানান তিনি।
চলতি বছরের শুরুতেও এই একই অনুষ্ঠানের জেরে বিতর্কে জড়িয়েছিলেন রণবীর। অনুষ্ঠানে গিয়ে এক প্রতিযোগীকে তিনি বলেছিলেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম পুরোপুরি বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত হয়েছিল।