Shah Rukh Khan Aishwarya Rai Bachchan

‘চলতে চলতে’ ছবির নায়িকা বদলে দুঃখ পেয়েছিলেন শাহরুখ, ঐশ্বর্যাকে সরিয়ে কেন আসেন রানি?

বাণিজ্য সফল ছবি ‘চলতে চলতে’র মুখ্য চরিত্রে শাহরুখের সঙ্গে রানির বদলে ঐশ্বর্যার অভিনয় করার কথা ছিল। শুরু হয়ে গিয়েছিল শুটিংও। কিন্তু, পরবর্তীতে বদলে যায় নায়িকা। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১১:৪০
Share:

ঐশ্বর্যাকে বদলে কেন নেওয়া হয়েছিল রানিকে? ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায় অভিনীত ‘চলতে চলতে’। বাণিজ্য সফল এই ছবিতে শাহরুখ-রানির জুটিকে দর্শক বেশ পছন্দ করেছিলেন। তবে অনেকেই জানেন না যে, ছবির নায়িকার চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল ঐশ্বর্যা রাই বচ্চনের। এমনকি শাহরুখ-ঐশ্বর্যার জুটির শুটিংও শুরু করে দিয়েছিলেন। কিন্তু, বদলে ফেলতে হয় পরিকল্পনা। ঐশ্বর্যাকে সরিয়ে, আনা হয় রানিকে। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে কিং খান জানিয়েছিলেন যে, এই সিদ্ধান্তে তিনি কষ্ট পেয়েছিলেন, কিন্তু তাঁর কিছুই করার ছিল না।

Advertisement

শাহরুখের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন ঐশ্বর্যা। দর্শক পছন্দ করেন তাঁদের জুটি। একে অন্যের ভাল বন্ধুও তাঁরা। ফলে নতুন ছবিতে একসঙ্গে কাজ করার জন্য উৎসাহিত ছিলেন দু’জনেই। কিন্তু, তা সম্ভব হয়নি। শোনা যায়, সেই সময় সলমন খানের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তিনিই নাকি শুটিং সেটে এসে একবার তুমুল অশান্তি করেন, যে কারণে সকলেই বেশ সমস্যায় পড়ে। বন্ধ রাখতে হয় কাজ। এর পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঐশ্বর্যার বদলে নিয়ে আসা হবে অন্য নায়িকাকে।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক সাক্ষাৎকারে ‘চলতে চলতে’ প্রসঙ্গে শাহরুখ বলছেন, “ঐশ্বর্যা আমার খুব কাছের বন্ধু, একসঙ্গে আমরা বেশ কিছু দারুণ কাজ করেছি। মজা করেছি। ব্যক্তিগত ভাবে ওঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আমি দুঃখ পেয়েছি।” তিনি আরও যোগ করেন, কঠিন হলেও এই সিদ্ধান্ত তাঁকে নিতেই হত। কারণ, তিনি শুধু ছবির প্রযোজক ছিলেন না। তাঁর সঙ্গে আরও লোকজন ছিলেন, পেশাদার হিসাবে যাঁদের কথা তাঁকে শুনতেই হত। “সেই সময় আমাদের সংস্থাও খুব ভাল কাজ করছিল না, ফলে বাকিদের সঙ্গে মিলেই সিদ্ধান্ত নিতে হত। ব্যক্তিগত ভাবে, আমি জানি ঐশ্বর্যা খুবই পেশাদার। কিন্তু গোটা ঘটনায় আমরা দু’জনেই দুঃখ পেয়েছিলাম,” বলেন তিনি।

Advertisement

শোনা যায়, সেই সময় ‘চলতে চলতে’র শুটিং সেটে এসে ঝামেলা করেন সলমন খান। পরবর্তীতে নাকি ঐশ্বর্যা ও সলমন, দু’জনেই ক্ষমা চেয়ে নেন। কিন্তু নির্মাতাদের আশঙ্কা থেকে যায়, যদি পরে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে! ফলে ঝুঁকি নিতে চাননি তাঁরা। তিন থেকে চার মাসের মধ্যে শুটিং শেষ করতে হত তাঁদের। তাই ঐশ্বর্যাকে সরিয়ে, রানিকে নিয়েই তৈরি হয় ছবি। মুক্তির পর এই ছবি বাণিজ্য সফলও হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement