Actress Puja Banerjee’s reaction after being cheated by her close friend
Puja Banerjee

সব খুইয়ে মানসিক ভাবে বিপর্যস্ত অভিনেত্রী পূজা, এই পরিস্থিতিতে কী বললেন নায়িকা?

প্রাণের বন্ধুর জন্য বড় বিপদের মুখে পড়লেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী কুণাল বর্মা। এক সময় হিন্দি টেলিভিশনের অন্যতম চর্চিত মুখ ছিলেন পূজা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ২০:১৬
Share:

সব খুইয়ে কী বললেন পূজা? ছবি: সংগৃহীত।

এই দিনও যে তাঁদের দেখতে হবে, তা কল্পনাও করতে পারেননি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী কুণাল বর্মা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। যেখানে দেখা গিয়েছে চোখমুখ সব লাল। হাউ হাউ করে কাঁদছেন অভিনেত্রী। সব খুইয়েছেন নায়িকা। পূজা জানান, তাঁদের সব টাকা খোয়া গিয়েছে। তিন বছর ধরে বন্ধুত্ব ছিল এক জনের সঙ্গে। প্রায় পরিবারের মতোই ছিলেন তাঁরা। সেই বন্ধুই প্রতারণা করেছেন। এ প্রসঙ্গেই আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয়েছিল পূজার সঙ্গে। এই পরিস্থিতিতে কথা বলার মতো অবস্থাও নেই তাঁর। অভিনেত্রী বললেন, “আমায় কিছুটা সময় দিন। কথা বলার মতো মানসিক পরিস্থিতিতে নেই আমি।” তাঁর কথা শুনেই বোঝা যায় মানসিক ভাবে তিনি বিধ্বস্ত হয়ে পড়েছেন।

Advertisement

এক সময় হিন্দি টেলিভিশনের অন্যতম চর্চিত মুখ ছিলেন পূজা। টলিউডে ছবির সংখ্যা কম হলেও তিনি ছিলেন দেব, সোহমের নায়িকা ছিলেন। যে ক’টি ছবি করেছেন, সবই কমবেশি হিট। অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অনীক ধর-সহ অনেকের সঙ্গে গভীর বন্ধুত্ব পূজার। এ বার এমনই কোনও এক বন্ধুর দ্বারা প্রতারিত হয়েছেন বলে দাবি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি একেবারে শূন্য হয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে আগামী দিনের জন্য কী ভাবছেন তাঁরা? এখন কোনও কথা বলার পরিস্থিতিতেই নেই তাঁরা। এই দুঃসময় কাটিয়ে ওঠার জন্য কিছুটা সময় দরকার তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement