Radhika Apte

‘চাপা পোশাক পরতে বাধ্য করা হত, চিকিৎসকের কাছেও যেতে পারতাম না’! অন্তঃসত্ত্বা অবস্থায় কে যন্ত্রণা দিতেন রাধিকাকে? 

অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করতে বেশ বেগ পেতে হয়েছিল তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্তঃসত্ত্বা হওয়ার পরের অসুবিধা নিয়ে কথা বলেন রাধিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৪:২৬
Share:

অন্তঃসত্ত্বা অবস্থায় যন্ত্রণায় ছিলেন রাধিকা। ছবি: সংগৃহীত।

অন্তঃসত্ত্বা হওয়ার পরে সমস্যায় পড়েছিলেন রাধিকা আপ্টে। সে সময় চেহারায় আসে পরিবর্তন। কিন্তু সেই পরিবর্তন ভাল ভাবে নেননি প্রযোজক। বরং অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করতে বেশ বেগ পেতে হয়েছিল তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্তঃসত্ত্বা হওয়ার পরের অসুবিধা নিয়ে কথা বলেন রাধিকা।

Advertisement

অভিনেত্রী জানান, অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়ার পরে আনন্দিত হননি। বরং অস্বস্তিতেই পড়তে হয়েছে তাঁকে। রাধিকা বলেছেন, “প্রযোজক মোটেই খুশি হননি খবর পেয়ে। আমি ফুলে গিয়েছিলাম। শরীরে যন্ত্রণা ছিল। সব সময়ে খিদে পেত। তা সত্ত্বেও চাপা পোশাক পরতে বলা হত আমাকে। এমনকি শারীরিক অস্বস্তির সময়ে চিকিৎসকের কাছে পর্যন্ত যেতে দেওয়া হয়নি।”

এই অভিজ্ঞতা বলিউডের। কিন্তু হলিউডের অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য রকম, জানান রাধিকা। অন্তঃসত্ত্বা অবস্থায় হলিউ়ডে ছবি করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। রাধিকা বলেছেন, “আমি হলিউডের পরিচালককে বলেছিলাম, আমার খাওয়াদাওয়া বেড়ে গিয়েছে। তাই আমাকে হয়তো অন্য রকম দেখতে লাগতে পারে। এটা শুনে তিনি হেসে বলেছিলেন, ‘কোনও অসুবিধা নেই। তুমি তো অন্তঃসত্ত্বা!’ পরিচালকের তরফে এটুকু বলাই যথেষ্ট।”

Advertisement

রাধিকা জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি কোনও বিশেষ সুবিধা চাননি। বরং স্বাভাবিক ভাবে যেটুকু প্রয়োজন সেটুকুই সহযোগিতা আশা করেছিলেন। পেশাজগতে এটুকু সহযোগিতা ও সহানুভূতি আশা করেন সকলেই। দাবি রাধিকার। তিনি লেখেন, “কাজের জগতে দেওয়া প্রতিশ্রুতিকে আমি সব সময়ে সম্মান করে এসেছি। সামান্য দয়া ও সহানুভূতি কাজের জায়গায় এগিয়ে যেতে সাহায্য করে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement