Shefali Jariwala death

স্ত্রীর মৃত্যুর পরে পোষ্য কুকুর নিয়ে রাস্তায়! শেফালির স্বামীকে ঘিরে বিতর্কে কী বললেন রশ্মি দেসাই?

শেফালি ও পরাগের পরিবারের এক সদস্য তাঁদের পোষ্য সারমেয় সিম্বা। অভিনেত্রীর মৃত্যুর পর দিন সকালে সেই সিম্বাকে নিয়ে বাড়ির সামনেই হাঁটতে বেরোন পরাগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৫:৩৩
Share:

শেফালির স্বামী পরাগ বিতর্কে, কী বললেন রশ্মি? ছবি: সংগৃহীত।

মাথায় উশকোখুশকো চুল। মুখে শোকের ছাপ। এক হাতে প্রয়াত স্ত্রীর ছবি। আর এক হাতে কুকুরের বেল্ট। শেফালির মৃত্যুর ঠিক পরের দিন সকালে এই ভাবেই দেখা যায় অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগীকে। তার পরেই তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষ। এই পরিস্থিততে পরাগের পাশে দাঁড়ালেন রশ্মি দেসাই।

Advertisement

শেফালি ও পরাগের পরিবারের এক সদস্য তাঁদের পোষ্য সারমেয় সিম্বা। অভিনেত্রীর মৃত্যুর পরের দিন সকালে সেই সিম্বাকে নিয়ে বাড়ির সামনেই হাঁটতে বেরোন পরাগ। তাঁর এক হাতে ছিল সিম্বার গলার বেল্ট। আর এক হাতে শেফালির ছবি ছিল। এই দৃশ্য দেখেই নেটাগরিক চড়াও হন শেফালির স্বামীর উপর। প্রশ্ন তোলেন, কী ভাবে স্ত্রীর মৃত্যুর পরে কুকুরকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন? এই সমালোচনা দেখেই চুপ থাকতে পারেননি রশ্মি। সমাজমাধ্যমে সপাটে জবাব দেন তিনি।

সাধারণত পরিবারের কারও কিছু হলে টের পায় পোষ্যেরাও। ওরাও চঞ্চল হয়ে ওঠে। অথবা মুষড়ে পড়ে। তখন তাকে সামাল দিতে হয়। সিম্বাকে শেফালি নিজের সন্তানের মতোই দেখতেন বলে জানিয়েছেন রশ্মি। তিনি লিখেছেন, “আরে ভাই, আপনার নিজস্ব বিচার বাদ দিয়ে এই সময়ে একটু সমব্যথী হোন। সিম্বা শুধুই পোষ্য ছিল না। শেফালির আদরের পুত্র ছিল ও। শেফালির আকস্মিক মৃত্যুতে শূন্যতা তৈরি হয়েছে। তাই এই মুহূর্তে ওর পরিবারের শোকাচ্ছন্ন অবস্থাকে সম্মান করতে অনুরোধ করব। এই কঠিন সময়ে ওদের ব্যক্তিগত পরিসরে প্রবেশ না করতে বলব। দয়া করে সকলে মিলে সমবেদনা প্রকাশ করি চলুন।”

Advertisement

অভিনেতা পারস ছাবড়াও এই বিষয়টির সমালোচনা করেছেন। কুকুরকে নিয়ে হাঁটার ছবি তুলে ভাইরাল করার জন্য এক ছবিশিকারিকে তীব্র সমালোচনা করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement