Rituparna Sengupta

Rituparna Sengupta: হট প্যান্ট, বিকিনি আর বালিতে মাখামাখি ঋতুপর্ণার শরীর, লিখলেন প্রেমের কবিতা

শুধু মাত্র আনন্দবাজার অনলাইনের জন্য প্রেমের কবিতা লিখলেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ১৭:৩৩
Share:

ঋতুপর্ণা সেনগুপ্ত

সিঙ্গাপুরের ৩৭ তলায় বন্দি তিনি। প্রাণ ছটফটিয়ে উঠছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। মেয়ের আবদারে বেরিয়ে পড়লেন সমুদ্র দেখতে। বাড়ির কাছেই সমু্দ্র। ছেঁড়া হট প্যান্ট ও বিকিনি টপ, খোলা চুল, কালো চশমায় নীল বিস্তীর্ণ জল দেখে মাতোয়ারা ঋতুপর্ণা। বালি মেখে নিলেন শরীরে। বললেন, ‘কত জমে থাকা ব্যথা প্রেম ভালবাসা মিশে গেল চিঠির পাতায়।’ কখনও মেয়ে ঋষণার সঙ্গে, কখনও বা একা তিনি। সমুদ্র, আকাশ, প্রেম, চুম্বন মিশে গেল তাঁর অস্তিত্বে। শুধু মাত্র আনন্দবাজার অনলাইনের জন্য লিখলেন কবিতা।

Advertisement

কন্যার সঙ্গে অভিনেত্রী

বন্ধ ঘর মুখোশ মানুষ

ক্লান্ত পথ আর শান্ত নদী

Advertisement

কিছু ইমারত আর কিছু আকাশ

চুঁয়ে থাকা মেঘ আর চুঁইয়ে পড়া জল

বড্ড একা লাগছিল, মেঘ দেখছিলাম

মনের মতো রাস্তা নেই, চলার গতি নেই, পায়ের শব্দ নেই

ইচ্ছে করলেই যাওয়া আসা নেই

তবু মন চাইছিল মেঘকে একটা চিঠি লিখি

আর সমুদ্রের পাড়ের গল্প বলি

দুহিতা বলল, মা চলো না, মেঘ দেখি,

আর বৃষ্টিকে ছুঁই, সমুদ্রের পাড়ে যাই

লিখেই দিলাম দু’লাইন মেঘকে

মন খারাপের বাদল হাওয়া ছুঁয়ে দিল আনমনা মনকে

কত জমে থাকা ব্যথা প্রেম ভালবাসা

মিশে গেল চিঠির পাতায়

আর রয়ে গেল মনের খাতায়

বৃষ্টি ভেজা জলের অভিমান নিলাম সারা শরীরে

ছোট্ট ছোট্ট শব্দ শুনলাম, চমকালাম বিদ্যুতের চোখ রাঙানিতে

মেঘের অন্তরালে মেঘ জমল, মেঘ বেরোলো,

কখন যে মেঘ সমুদ্র আকাশ এক হয়ে গেল জানি না

সমুদ্রের জলস্রোত উচ্ছ্বাস বৃষ্টির বন্যা হল

আমি বালি আর বৃষ্টি মেখে তখন দাঁড়িয়েছিলাম

একা পরিত্যক্ত

জোয়ারে হাওয়ার সাথে মেশানো বৃষ্টির ছাট

আমাকে আনমনা প্রেম দিচ্ছিল

এক বৃষ্টি বিকেলের অনুভূতি দিচ্ছিল

আর আমি ভাবছিলাম আমার আগের বাড়ির বারান্দায় সমু্দ্র আসত

যেখানে আকাশ আর সমু্দ্রের গভীর চুম্বন হতো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন