পদ্মিনী কোলহাপুরে, রিয়া গঙ্গোপাধ্যায়, সানি লিওনি এক পর্দায়! ছবি: ফেসবুক।
নিজের মেকআপ রুমে তিনি। এক দিকে রূপটান চলছে। অন্য দিকে, পোশাক বাছাবাছি। সেই ব্যস্ততার মধ্যেই রিয়া গঙ্গোপাধ্যায় আনন্দবাজার ডট কমকে জানালেন, তিনি বলিউডে। রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন! ধীরজ কুমারের পরিচালনায় ‘বিহান’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। পর্দা ভাগ করবেন পদ্মিনী কোলহাপুরের সঙ্গে। এ ছাড়াও রয়েছেন ‘খাকী ১’-খ্যাত অভিমন্যু সিংহ, খুশালি কুমার, টেরেন্স লুইস। আইটেম গানে সানি লিওনি। ছবির পটভূমিকায় নারীপাচারের মতো জ্বলন্ত বিষয়।
ছোট পর্দা থেকে বড় পর্দায় লাফ। বাংলাদেশের পরেই বলিউড? ছবির তিন দিনের শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তার পরেও অভিনেত্রীর কণ্ঠে উত্তেজনা! বললেন, “ভয়ে বুক ঢিপ ঢিপ করছিল। বাংলাদেশে বাংলা ভাষাতেই সংলাপ। এখানে হিন্দি। অন্য একটা ভাষাকে নিখুঁত ভাবে উচ্চারণ করা, তাবড় অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয়— খুব সহজ কথা নয়। এখানে চ্যালেঞ্জ বেশি। পরিশ্রমও বেশি করতে হয়।” যদিও রিয়া ২০১৮-য় ‘বার্থডে গিফট’ নামে একটি হিন্দি সিরিজ় করেছিলেন।
রিয়া কিন্তু এখানেই থেমে নেই। বাংলাদেশ, বলিউডের পর তাঁকে দেখা যাবে বাংলা ছবিতেও! জিৎ চক্রবর্তীর আগামী ছবি ‘লটারি জিন্দাবাদ।’ খরাজ মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত-সহ অনেকেই থাকছেন ছবিতে। কৌতুকধর্মী এই ছবিতে রিয়া জবরদস্ত পুলিশ অফিসার। “বাইকে চ়ড়া, অ্যাকশন দৃশ্য— সব থাকবে। এই ছবির শুটিং হবে সিকিমে। ৮ মে থেকে ১৮ মে— ১০ দিন ধরে চলবে শুটিং।”