Dhoomketu

‘গত ৯ বছরে ও প্রতি দিন বলেছে’, দেব-শুভশ্রীর ছবি প্রসঙ্গে কী বললেন রুক্মিণী?

শুভশ্রী, দেব এবং রুক্মিণী— তিন জনের রসায়ন নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। ৯ বছর পর আবার পর্দায় দেব-শুভশ্রী জুটি। কী বললেন নায়কের বিশেষ বান্ধবী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১০:১৫
Share:

কী বললেন রুক্মিণী? ছবি: সংগৃহীত।

১৪ অগস্ট মুক্তি পাবে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির ছবি ‘ধূমকেতু’। নায়ক এবং নায়িকা দু’জনেই জোরকদমে ছবির প্রচার চালাচ্ছেন। কিন্তু আলাদা আলাদা ভাবে। এখনও পর্যন্ত একই মঞ্চে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। কাজের বাইরে এক সময় তাঁদের বন্ধুত্ব যে বেশ গাঢ় ছিল, তা ইন্ডাস্ট্রির সকলের জানা। গত ৯ বছরে সম্পর্কে সমীকরণ অনেক বদলেছে। দেব এবং শুভশ্রী দু’জনের জীবনে এসেছে নতুন নতুন মানুষ। নায়িকা এখন পরিচালক রাজ চক্রবর্তীর ঘরনি, দুই সন্তানের মা। অন্য দিকে দেবের জীবনে রয়েছেন বিশেষ বান্ধবী রুক্মিণী মৈত্র। দেব-শুভশ্রীর ছবি এত দিন পরে মুক্তি পাবে, এই সময়ে রুক্মিণীর ঠিক কী প্রতিক্রিয়া হবে? তা জানতে উৎসুক দর্শক।

Advertisement

গত এক মাসে দেব-রুক্মিণীকেও একসঙ্গে সে ভাবে দেখা যায়নি। নায়ক তাঁর পরিবারকে নিয়ে বিদেশে বেড়াচ্ছিলেন। তার পর ফিরেই যোগ দিয়েছেন ছবির প্রচারে। অবশেষে বর্ষার এক রবিবারে দেখা পাওয়া গেল রুক্মিণীর।

‘কাছের মানুষ’-কে নিয়ে খুঁটিপুজোয় এসেছিলেন নায়ক। সেখানেই তাঁকে ‘ধূমকেতু’ এবং দেব-শুভশ্রী জুটি নিয়ে প্রশ্ন করা হয়। অনেকেই ভেবেছিলেন নায়িকা হয় তো প্রসঙ্গ এড়িয়ে যাবেন। বরং হল উল্টোটা। হাসিমুখে তাঁদের প্রশংসায় ভরালেন অভিনেত্রী। আর পাশে দাঁড়িয়ে মন দিয়ে বান্ধবীর কথা শুনলেন দেব। রুক্মিণী বললেন, “ওই সময়টা আমি তো দেখেছি। যে ভাবে দেব খেটেছে। গত ৯ বছরে প্রায় প্রতি দিন বলত, ‘কী ভাবে ‘ধূমকেতু’ মুক্তি দেওয়া যায়’?এখন তো আমিও বুঝি মনে ঠিক কী চলে। ‘ধূমকেতু’ এখন শুধু ছবি নয় এটা আবেগ। যেমন দুর্গাপুজো আমাদের কাছে আবেগ। এই বছর দুর্গাপুজো দেবের কাছে সময়ের কিছুটা আগে চলে এল।”

Advertisement

কিন্তু তার পরেও একটা প্রশ্ন থেকেই যায়। এত বছর পর কি আবার দেব-শুভশ্রীকে এক মঞ্চে দেখা যাবে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement