Rupali Ganguly slams Prakash Raj

‘সিঁদুর ডোনেশন ক্যাম্প’, মোদীকে নিয়ে ব্যঙ্গ! প্রকাশ রাজকে তুলোধনা রূপালির

ব্যঙ্গচিত্রে দেখা যাচ্ছে, রক্তদান শিবির চলছে। সেই রক্তদান শিবিরের নাম ‘সিঁদুর ডোনেশন ক্যাম্প’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৯:১২
Share:

প্রকাশ রাজকে তুলোধনা রূপালির। ছবি: সংগৃহীত।

প্রকাশ রাজকে সমাজমাধ্যমে তোপ দাগলেন রূপালি গঙ্গোপাধ্যায়। যে কোনও বিষয় নিয়ে দুই তারকাই স্পষ্ট মতামত রাখেন। তবে দু’জনের রাজনৈতিক মতাদর্শ একে অপরের উল্টো। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্যঙ্গ করে এ বার রূপালির তোপে মুখে পড়লেন প্রকাশ রাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে সরব হলেন তিনি।

Advertisement

‘অপারেশন সিঁদুর’ ও মোদীকে ব্যঙ্গ করে একটি কার্টুন চিত্র সমাজমাধ্যমে তুলে ধরেন অভিনেতা প্রকাশ রাজ। সেই ব্যঙ্গচিত্রে দেখা যাচ্ছে, একটি রক্তদান শিবির চলছে। সেই রক্তদান শিবিরের নাম ‘সিঁদুর ডোনেশন ক্যাম্প’। অর্থাৎ রক্তকে সিঁদুর বলে খোঁচা দেওয়া হয়েছে। এর পরেই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরাসরি কটাক্ষ করেন প্রকাশ রাজ। তিনি লেখেন, “অন্য কিছু নয়। শিরা দিয়ে শুধু নির্বাচন বয়ে চলেছে।” রক্তের বদলে নির্বাচন শব্দটি ব্যবহার করেছেন অভিনেতা। অর্থাৎ পহেলগাঁও কাণ্ড থেকে শুরু করে অপারেশন সিঁদুর— সর্বত্রই রাজনীতির গন্ধ পাচ্ছেন তিনি।

প্রকাশ রাজের এই পোস্ট দেখে ফুঁসে ওঠেন রূপালি। তিনি লেখেন, “এতটা নীচে নামলেন প্রকাশজি। ২০১৯ সালে আপনি যে পরিমাণ ভোট পেয়েছিলেন, তার চেয়েও নীচে নেমে গিয়েছেন আপনি।” দু’জনের পোস্টই মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। নেটাগরিকের একাংশ প্রকাশ রাজের বক্তব্যকে যুক্তিযুক্ত মনে করেছেন। আর একদল রূপালির বক্তব্যকে সমর্থন করেছেন।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পর থেকেই সমাজমাধ্যমে সরব রূপালি। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত জ্যোতি মলহোত্রেরও সমালোচনা করেন অভিনেত্রী। সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে রূপালি লিখেছেন, “এই ধরনের মানুষ বোঝেন না, পাকিস্তানের প্রতি ওঁদের ভালবাসা কখন ভারতের প্রতি ঘৃণায় বদলে যাবে। প্রথম দিকে তাঁরা ‘শান্তির আশা’র কথা বলবেন। সত্যিই জানি না, দেশের বিরুদ্ধে কত জন এমন গোপনে কাজ করে চলেছেন। এদের এক জনকেও ছেড়ে দেওয়া যাবে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement