Amitabh Bachchan

ঐশ্বর্যার ‘কজরা রে’ মোটেই পছন্দ ছিল না অমিতাভের! কী ভাবে বিগ বি রাজি হন হবু বৌমার সঙ্গে নাচতে?

‘কজরা রে’ গানে বাবা ও ছেলের সঙ্গে ঐশ্বর্যার নাচ আজও চর্চায় উঠে আসে। চলচ্চিত্রপ্রেমীদের মতে, ওই গানটিই ঐশ্বর্যা ও অভিষেকের জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৮:০০
Share:

ঐশ্বর্যার ‘কজরা রে’ পছন্দ ছিল না অমিতাভের। ছবি: সংগৃহীত।

২০০৫ সালের ছবি ‘বান্টি অউর বাবলি’ বক্স অফিসে সাড়া ফেলেছিল। ছবিতে অভিষেক বচ্চন এবং রানি মুখোপাধ্যায়ের রসায়ন সেই সময়ে অন্যতম চর্চার বিষয় ছিল। পর্দার বাইরেও তাঁদের রসায়ন ঘিরে নানা জল্পনা পাখা মেলেছিল। আবার সেই ছবিতেই অতিথি উপস্থিতি ছিল ঐশ্বর্যা রাইয়ের। ‘কজরা রে’ গানে বাবা ও ছেলের সঙ্গে ঐশ্বর্যার নাচ আজও চর্চায় উঠে আসে। চলচ্চিত্রপ্রেমীদের মতে, ওই গানটিই ঐশ্বর্যা ও অভিষেকের জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু ছবিতে এই গানটি নিয়ে খুব একটা খুশি ছিলেন না অমিতাভ। ঐশ্বর্যার এই গান যাতে ছবিতে না রাখা হয়, সেই চেষ্টাও করেছিলেন তিনি। পরিচালক শাদ আলি জানিয়েছেন এমনই।

Advertisement

এই গান শুনে পছন্দ হয়নি ছবির প্রযোজক যশ রাজের। তাঁরা মনে করেছিলেন, ছবিতে এই গানটিই সবচেয়ে কম জনপ্রিয় হবে। শাদ আলি বলেছেন, “অমিতজি বলেছিলেন, এই গানটির শুটিং করারই দরকার নেই।” কিন্তু, অতি কষ্টে প্রযোজনা সংস্থা ও অমিতাভকে রাজি করিয়েছিলেন পরিচালক। তাঁর বিশ্বাস ছিল, এই গানটি বিপুল জনপ্রিয় হবে।

যেমন ভাবা, তেমন কাজ। গানটি আলিশা চিনয়কে দিয়ে গানটি গাইয়েছিলেন শাদ। গানের প্রদর্শনে যাতে কোনও ঘাটতি না থাকে, সেই বিষয়েও সতর্ক ছিলেন তিনি। তাই লাস্যময়ী ঐশ্বর্যার দুই পাশে অমিতাভ ও অভিষেক দু’জনকেই রেখেছিলেন তিনি।

Advertisement

তখনও অভিষেক ও ঐশ্বর্যার প্রেম শুরু হয়নি। তাই অমিতাভ তখনও হবু শ্বশুর নন। স্রেফ সহকর্মী হিসেবেই তখন তাঁরা কাজ করেছিলেন। পরে যে সম্পর্ক সম্পূর্ণ অন্য দিকে মোড় নেবে, তা তাঁরাও কল্পনা করেননি তখন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement