Rupsha Chatterjee

ছেঁড়া পোশাক পরে ভ্লগ! রূপসার ভিডিয়ো ঘিরে কটাক্ষ, মন্তব্য পড়ে কী করলেন অভিনেত্রী?

ছোট পর্দার পরিচিত মুখ রূপসা চট্টোপাধ্যায়। তাঁর প্রতি দিনের গল্প মুঠোফোনে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায়। এ বার অভিনেত্রীর নতুন ভিডিয়ো নিয়ে শুরু সমালোচনা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৯:৩৪
Share:

রেগে গেলেন রূপসা? ছবি: সংগৃহীত।

অভিনেতা-অভিনেত্রীদের রোজনামচা দর্শকের হাতের মুঠোয়। সৌজন্যে ফেসবুক, ইনস্টাগ্রাম। তাঁদের প্রতি দিনের জীবনযাত্রা নিজেদের সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেন টেলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা। যার জন্য, অনেক সময়েই সমালোচনার সম্মুখীন হতে হয় তাঁদের। কখনও তাঁদের বাড়িঘর নিয়ে কথা শুনতে হয়। কখনও আবার সমালোচিত হতে হয় তাঁদের সাজপোশাক নিয়ে। সম্প্রতি অভিনেত্রী মধুবনী গোস্বামীকে চূড়ান্ত অপমানিত হতে হয়েছিল তাঁর লুক নিয়ে।

Advertisement

সোনালি রঙের চুল করায় নানা ধরনের মন্তব্য সহ্য করতে হয় অভিনেত্রীকে। এ বার, সমালোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ছেলে হওয়ার পর থেকে তিনি প্রতিদিন কোনও না কোনও ভিডিয়ো পোস্ট করতেই থাকছেন। সকাল থেকে ছেলের সঙ্গে কী ভাবে সময় কাটাচ্ছেন, কী খাওয়া-দাওয়া করছেন— সবটাই তুলে ধরছেন নিজের ভিডিয়োয়।

এখানেই ঘটেছে গোল। তাঁর নতুন একটি ভিডিয়োকে কেন্দ্র করে যত ঝামেলার সূত্রপাত। ছেলের সঙ্গেই একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেখানে দেখা গিয়েছে নায়িকার পোশাক ছেঁড়া। সেই ছবিকে কেন্দ্র করেই শুরু সমালোচনা। কেউ লিখেছেন, ‘নায়িকা হয়ে ছেঁড়া পোশাক পরেছেন!’ আবার কেউ লেখেন, ‘অভিনেত্রীরাও ছেঁড়া পোশাক পরেন!’ দর্শকের নেতিবাচক মন্তব্য চোখ এড়ায়নি অভিনেত্রীর। তিনিও উচিত জবাব দেন। রূপসা বলেন, ‘অভিনেত্রী হলেও আমিও আপনাদের মতো সাধারণ মানুষ। আপনাদের মতোই আমি জীবনধারণ করি। সুতরাং এ ধরনের মন্তব্য করার আগে একটু ভাবুন।’ এর আগে নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছিলেন মধুবনীও। তিনি নিজের লুক প্রসঙ্গে বলেছিলেন, ‘এ ধরনের নোংরা মন্তব্য করা বন্ধ হোক।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement