Rupsha Chatterjee becomes mother

বিয়ের চার মাসের মাথায় মা হলেন রূপসা! অভিনেত্রীর কোলে কন্যা এল না কি পুত্র?

সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া ছবিতে এক সদ্যোজাতের আঙুল দেখা যাচ্ছে। ছবির সঙ্গে লেখা দেখে বোঝা যায়, সংসারে নতুন সদস্যের আগমন হয়েছে গত ২৬ জানুয়ারি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:১৬
Share:

মা হলেন রূপসা চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

বিয়ের চার মাসের মাথায় মা হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। গত বছর পুজোর মরসুমে প্রেমিক সায়নদীপ সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। তার ঠিক এক মাস পরেই সুখবর দিয়েছিলেন, সংসারে আসছে নতুন সদস্য। সমাজমাধ্যমে একটি পোস্ট করে রূপসা ও সায়নদীপ ইঙ্গিত দিলেন, নতুন সদস্যের আগমন হয়েছে তাঁদের জীবনে।

Advertisement

সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া ছবিতে এক সদ্যোজাতের আঙুল দেখা যাচ্ছে। ছবির সঙ্গে লেখা দেখে বোঝা যায়, সংসারে নতুন সদস্যের আগমন হয়েছে গত ২৬ জানুয়ারি। তাই রূপসা ও সায়নদীপ সদ্যোজাতের হয়ে লিখেছেন, “সাধারণতন্ত্র দিবসের বিলম্বিত শুভেচ্ছা। নিজেকেও জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা জানাই। ইতি, জুনিয়র।”

কিছু দিন আগেই সাধের আসর থেকে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন রূপসা। ভিডিয়োয় দেখা গিয়েছিল, পরিবারের সকলে ভোটদান পর্বে মেতেছেন। পুত্র হবে না কি কন্যা, সেই নিয়ে ছিল ভোটদান পর্ব। পাল্লা ভারী ছিল পুত্রের দিকে। এর পরেই কটাক্ষ ধেয়ে এসেছিল রূপসার দিকে। নিন্দকেরা বলেছিলেন, “পুত্র বা কন্যা যা-ই হোক, যেন সে সুস্থ হয়।”

Advertisement

তবে শুক্রবারের প্রথম পোস্টে রূপসা বা সায়নদীপ প্রকাশ করেননি, তাঁদের কোলে পুত্র না কি কন্যা এসেছে। মূল পোস্টটি করেছিলেন সায়নদীপ। তিনি যৌথ ভাবে রূপসার সঙ্গে ছবিটি পোস্ট করেন। সেই ছবি দেখে রূপসার অনুরাগীদের অনুমান, সংসারে পুত্রসন্তানই এসেছে। তার কারণ, সাধারণত পুত্র হলেই বাবারা ‘জুনিয়র’ বলে সম্বোধন করে থাকেন। ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয় ‘অ্যানিম্যাল’-এর গান ‘পাপা মেরি জান’। এই গানও পুত্রসন্তানের সঙ্গেই মানানসই বলেই অনুরাগীদের অনুমান।

এই জল্পনার মাঝেই নতুন মা রূপসা একটি পোস্ট করে ঘোষণা করেন, কোলে পুত্রসন্তানই এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, সদ্যোজাতের আঙুলে স্নেহচুম্বন করছেন অভিনেত্রী। পোস্টে নতুন মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement