সুইৎজার ল্যান্ডে বেড়াতে গিয়েছেন সন্দীপ্তা সেন। ছবি: ফেসবুক।
টেলিপাড়ায় জোর গুঞ্জন বেশ কয়েক দিন ধরেই। জি বাংলার ‘রাণী ভবানী’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র দিয়ে অনেক দিন পরে ছোট পর্দায় ফিরছেন সন্দীপ্তা। যাঁরা নিয়মিত ধারাবাহিক দেখেন তাঁদের কাছে অভিনেত্রী প্রিয়। তাঁরাও এই খবরে খুশি। কবে শুটিং শুরু করছেন? জানতে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। তখনই ফাঁস হল, সন্দীপ্তা বিদেশে। জুন মাসে দুটো ছবিমুক্তি তাঁর— ‘আপিস’ আর ‘ভূতপূর্ব’। ম্যারাথন প্রচারে নামতে হবে তাঁকে। তার আগে তাই একটু দম নিতে স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী ইউরোপ ভ্রমণে। দিনচারেক আগে তিনি পা রাখেন সুইৎজ়ারল্যান্ডে।
বিদেশ থেকেই সরাসরি কথা বলেছেন তিনি। দেখতে দেখতে বিয়ের দু’বছর পার। তাই কি এ বারের জামাইষষ্ঠীতে শহরের বাইরে? সঙ্গে সঙ্গে হাঁ হাঁ করে উঠেছেন সন্দীপ্তা। আশ্বস্ত করেছেন, তিনি বিশেষ দিনে কলকাতায় থাকবেন। অভিনেত্রী বলেছেন, “ওই দিন সকালে শহরে পা রাখছি। জামাইষষ্ঠী মিস করার কোনও সম্ভাবনাই নেই।”
নতুন কোনও ধারাবাহিক এলেই সন্দীপ্তার নাম জুড়ে যায়। কেন? এ প্রসঙ্গে অভিনেত্রীর যুক্তি, “ছোট পর্দার দর্শকেরা আমায় এত ভালবাসেন যে, নতুন কোনও ধারাবাহিক এলেই তাঁরা আমায় খোঁজেন। আমি কৃতজ্ঞ ওঁদের কাছে।” তার পরেই সাফ জবাব, তাঁর সঙ্গে জি বাংলা কর্তৃপক্ষের এ বিষয়ে কোনও কথাই হয়নি। কোথা থেকে এ রকম গুঞ্জন ছড়াল তিনি নিজেই জানেন না। প্রস্তাব এলে কি সন্দীপ্তা রাজি হতেন? অভিনেত্রীর কথায়, “আমি ঐতিহাসিক গল্পের চেয়ে সামাজিক গল্পে বেশি স্বচ্ছন্দ। তাই এই ধরনের ভাল কোনও গল্পে জোরালো চরিত্র পেলে অবশ্যই ছোট পর্দায় ফিরব।” ধারাবাহিকে অভিনয় নিয়ে কোনও অস্বস্তি নেই তাঁর।