(বাঁ দিকে) সঙ্ঘশ্রী সিংহ মিত্র, বিবেক অগ্নিহোত্রী। ছবি: সংগৃহীত।
বুধবার সন্ধ্যার ঘটনা। সমাজমাধ্যমের পাতায় অভিনেত্রী সঙ্ঘশ্রী সিংহ মিত্র লেখেন, “বিবেক অগ্নিহোত্রী খুবই বিরক্তিকর মানুষ। কথা বলা বন্ধ করুন।” এই একটা পোস্টে তোলপাড় সমাজমাধ্যমের পাতা। একের পরের এক নেতিবাচক মন্তব্যে ভর্তি তাঁর সমাজমাধ্যমের পাতা। কেউ কেউ তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। কেউ আবার লিখেছেন, “একদম এরকম পোস্ট করে যান পর পর নইলে তো আবার কাজ থেকে বাদ পড়বেন অনির্বাণ দের মতো।” মন্তব্য পড়ে আরও বিরক্ত অভিনেত্রী।
‘দ্য বেঙ্গল ফাইল্স’ ছবি প্রসঙ্গে কোনও মন্তব্য করতে রাজি নন তিনি। কিন্তু কলকাতায় এসে যে ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন বিবেক, তা কিছুতেই মেনে নিতে পারছেন না। তাছাড়া, ছবির বিষয়ে কলকাতার অভিনেতারা কিছুই জানতেন না, সেটাও মানতে রাজি নন তিনি।
সঙ্ঘশ্রী যোগ করেন, “সাধারণ নাগরিক হিসাবে আমার মতামত জানানোর অধিকার আছে। আমায় ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে। কিচ্ছু যায় আসে না। আর সৌরভরা ছবির গল্প জানত না, এটা বিশ্বাস করতে পারছি না। হিন্দি ছবিতে কাজের সুযোগ পেয়েছে, তাই রাজি হয়ে গিয়েছে।” যতই নেতিবাচক মন্তব্য আসুক না কেন, সত্যি কথা বলতে পিছু পা হবেন না সঙ্ঘশ্রী, স্পষ্ট জানালেন। অভিনেত্রী মনে করেন, তাঁর নিজের জায়গা প্রসঙ্গে আগামী দিনেও যদি কেউ কুকথা বলেন তা হলে তিনি আওয়াজ তুলবেন। বিবেকের ছবি দেখতে যাওয়ার জন্য তিনি আগ্রহী নন। তাই তাঁর কথায় কোনও গুরুত্ব দিতে চান না অভিনেত্রী।