Manish Malhotra Birthday

পোশাকশিল্পী থেকে প্রযোজক! ব্যক্তি মণীশ মলহোত্রের কোন গুণে মুগ্ধ সৌরসেনী, জন্মদিনে শিল্পীর জন্য কী বার্তা নায়িকার?

অভিনেত্রী সৌরসেনী মৈত্রের বলিউডে অভিষেক হয়েছে বেশ অনেক দিন হল। মণীশ মলহোত্রের সঙ্গে তাঁর বন্ধুত্বের ছবিও উঠে এসেছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৮:৫১
Share:

ব্যক্তি মণীশ মলহোত্রর কোন গুণে মুগ্ধ সৌরসেনী মৈত্র? ছবি: সংগৃহীত।

আরবসাগর পারে তাঁর যাতায়াত বেড়েছে বেশ অনেক দিন হল। সম্প্রতি মণীশ মলহোত্র প্রযোজিত, টিসকা চোপড়া পরিচালিত ‘শালি মহব্বত’ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র। তাঁর সহ-অভিনেতা রাধিকা আপ্তে, অনুরাগ কাশ্যপ, দিব্যেন্দু শর্মা-সহ আরও অনেকে। ৫ ডিসেম্বর পোশাকশিল্পী মণীশের জন্মদিনে নিজের অভিজ্ঞতার কথাই জানালেন নায়িকা।

Advertisement

মণীশ মলহোত্রের ‘দিওয়ালি পার্টি’ বলিউডের অন্যতম আলোচিত একটি অনুষ্ঠান। মুম্বইয়ের তাবড় তাবড় তারকা থাকেন তাঁর আমন্ত্রিতর তালিকায়। সেই তালিকার অন্যতম হলেন সৌরসেনী। ‘তাজ: রেন অফ রিভেঞ্জ’ সিরিজ়ে সৌরসেনীর অভিনয় দেখে মুগ্ধ পোশাকশিল্পী। তার পরেই যোগাযোগ করেন। সেই থেকে মণীশের সঙ্গে সম্পর্কের শুরু। তাঁর পেশাদারিত্ব, নম্রতা, ভদ্রতায় মুগ্ধ নায়িকা।

সৌরসেনী বললেন, “সত্যিই শেখার মতো। জীবনে অনেক কিছু অর্জন করার পরে পা মাটিতে রেখে চলা কঠিন। আর সেটাই ওঁর থেকে শেখার। প্রত্যেককে সমান গুরুত্ব দেন তিনি। আসলে মণীশের দাদা, মা— গোটা পরিবারের সঙ্গে মিশলে ভাল লাগবে। ওঁর সঙ্গে মিশে আমি আরও গুণমুগ্ধ হয়ে গিয়েছি।”

Advertisement

ছবির শুটিং শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত— সবটাই সৌরসেনীর কাছে স্বপ্নের মতো। শাহরুখ খান থেকে করিনা কপূর খান— বলিপাড়ার নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের প্রত্যেকের প্রিয় পোশাকশিল্পীর তালিকায় রয়েছেন মণীশ। তাঁর অফিসে সারা ক্ষণ যাতায়াত মুম্বইয়ের শিল্পীদের। সেই অফিসেই ছবির লুকসেট করতে গিয়ে খানিকটা অবিশ্বাস্য লাগছিল অভিনেত্রীর।

সৌরসেনী যোগ করেন, “আমি তো ভাবতেই পারছিলাম না এখানে লুকসেট হচ্ছে! প্রথমে ওয়ার্কশপ করার জন্য মুম্বইয়ে যাই। আমাদের ছবির শুটিং হয়েছে দেহরাদূনে। প্রথম দিন গিয়েই পেয়েছিলাম দারুণ উপহার। নতুন যাত্রার শুভেচ্ছা জানিয়ে অনেক কিছু পাঠিয়েছিলেন আমার জন্য। এগুলোই আসলে শেখার।” শুটিংয়ে নিয়মিত মণীশ আসতে না পারলেও প্রতিটি শিল্পীর খেয়াল রাখতেন। ফোন করে খোঁজ নিতেন সবার সুবিধা-অসুবিধার।

সৌরসেনীর কাছে মণীশের ‘বলিউডি পার্টি’র অংশ হওয়ার অনুভূতিও অন্যরকম। তিনি বলেন, “বহু শিল্পী আসেন ওই দিন। ছোট হোক বা বড়— প্রত্যেকেকে সমান গুরুত্ব দেন ওঁরা। এত জনের মাঝেও কাউকে মিস্‌ করেন না। প্রতি রবিবার গোটা পরিবার একসঙ্গে সকালের খাওয়াদাওয়া করে। এগুলোই আমার মন ছুঁয়ে গিয়েছে। এমনকি, আমি কী পোশাক পরব, কী ব্যাগ নেব সবটা ওঁর নজরে ছিল। শুটিংয়ের পর একটা জামা আমি নিজের মনে করে নিয়ে নিয়েছি। মণীশও হেসে বলেছে ‘হ্যাঁ, নিয়ে নাও।’”

জন্মদিনে প্রযোজক তথা পোশাকশিল্পীর জন্য সৌরসেনীর একটাই বার্তা, তিনি এখন যেমন, সারাজীবন যেন এমনই থাকেন। তাঁর নম্রতা, ভদ্রতা, মাটির কাছে থাকার যে গুণ, তাতেই তিনি মোহিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement