Web Series on Lal Bazar

‘সুইম স্যুট পরলেই চরিত্র পাওয়া যায় না’

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই ছবি হিন্দি আর বাংলা দুই ভাষাতেই হচ্ছে। প্রথম এই গল্পের সিরিজে অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী,সৌরসেনী, অনির্বাণ ভট্টাচার্য।

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ১৪:৪৪
Share:

লালবাজারের বিভিন্ন ঘটনা নিয়ে টানটান ওয়েবসিরিজ। ছবি: সংগৃহীত

হেডকোয়ার্টার্স লালবাজার। লালবাজারের বিভিন্ন ঘটনা নিয়ে ওয়েব সিরিজ। পরিচালক সায়ন্তন ঘোষাল।

Advertisement

মফস্‌সলের মেয়ের দেহব্যবসায় নিজের উপার্জনের পথ তৈরি করতে করতে উচ্চপর্যায়ে এসকর্টের কাজ করতে শুরু করে। এই সময় থেকেই সে জড়িয়ে যায় অপরাধ জগতের অন্ধকারে। 'আমার চরিত্রের নাম রুবি। সে খুন হয়। তার খুনের তদন্ত করতে গিয়েই বেরিয়ে আসে নানা ঘটনা', বললেন সায়ন্তনী। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই ছবি হিন্দি আর বাংলা দুই ভাষাতেই হচ্ছে। প্রথম এই গল্পের সিরিজে অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী,সৌরসেনী, অনির্বাণ ভট্টাচার্য। ক্রিয়েটিভ ডিরেক্টর রংগন চক্রবর্তী।

‘‘এই মুহূর্তে আমি সিনেমা ছাড়া আর কিছু করছি না। তাই ওয়েব সিরিজে কাজ করতে পেরে ভাল লাগছে।’’ বললেন সায়ন্তনী।

Advertisement

সায়ন্তনী এখন আগ্রহী শর্ট ফিল্মেই। ছবি: সংগৃহীত

খোলামেলা ফটোশুট, সুইম স্যুটে সোশ্যাল মিডিয়ায় রোজ দর্শক তাঁকে দেখে অভ্যস্ত। এই নিয়মিত ফটোশুটের জন্যই কি কাজ পাওয়া?

‘‘একেবারেই না। সুইমসুট পরে ছবি তুললেই যদি কাজ পাওয়া যেত, তা হলে 'তিনকন্যা' ছবিতে একেবারেই বাড়ির কাজের মেয়ের চরিত্র পেতাম না। সেপ্টেম্বরেও একটা ছবি করছি। সই করেছি। নাম ঘোষণা করলে আনন্দবাজার ডিজিটালকেই বলব। এখানেও বাড়ির ভাল বউয়ের চরিত্র। সুইম সুট পরার ইমেজ থাকলে এই ধরনের চরিত্র পেতাম না।’’ বললেন সায়ন্তনী।

ধারাবাহিক নয়, সিনেমা, শর্ট ফিল্মেই এখন দর্শক সায়ন্তনীকে দেখতে পাবেন।

আরও পড়ুন: প্রিয়ঙ্কার জন্মদিনে পাঁচতলা কেক , পোশাকের সঙ্গে মানানসই, কে দিলেন ?​

আরও পড়ুন: বিরাট-পত্নী কি অন্তঃসত্ত্বা! নিজেই মুখ খুললেন অনুষ্কা​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন