Tollywood News

‘আমার দ্বিতীয় বার স্ট্রোক হতে পারত’, পথকুকুরদের খাওয়াতে গিয়ে কী পরিণতি হল সায়ন্তনী এবং ইন্দ্রনীলের?

ছোটপর্দার পরিচিত মুখ সায়ন্তনী মল্লিক এবং ইন্দ্রনীল মল্লিক। তাঁরা দু’জনেই সারমেয়প্রেমী। পথের পোষ্যদের খাওয়াতে গিয়ে কী ঘটল তাঁদের সঙ্গে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৩:০৪
Share:

কী ঘটেছে সায়ন্তনী এবং ইন্দ্রনীলের সঙ্গে? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী সায়ন্তনী মল্লিক এবং তাঁর স্বামী ইন্দ্রনীল মল্লিক দু’জনেই পশুপ্রেমী। রাস্তার সারমেয়দের খেয়াল রাখতে, যত্ন করতে ভালবাসেন তাঁরা। কিন্তু আদরের পোষ্যদের খাওয়াতে গিয়ে যে এমন খেসারত দিতে হবে ভাবেননি তাঁরা। শুক্রবার রাতে ঘটেছে ঘটনা। কসবার রাজডাঙা এলাকায় পথকুকুরদের খাবার খাওয়াতে গিয়েছিলেন। তার পর ঠিক কী ঘটল?

Advertisement

আনন্দবাজার ডট কমকে সায়ন্তনী জানিয়েছেন, তাঁর গায়ে হাত তুলেছেন এলাকার বাসিন্দারা। অভিনেত্রী বলেন, “আমার দ্বিতীয় বার স্ট্রোক হতে পারত। রীতিমতো গায়ে হাত তুলেছেন। ওঁদের দাবি, পাড়ায় এসে কুকুরদের খেতে দেওয়া যাবে না। কোনও একটি কুকুর নাকি কবে এক জনকে কামড়ে দিয়েছিল। তাই তাঁরা কোনও ভাবেই চান না খেতে দেওয়া হোক ওদের। আমাদের বাধা দিতে গিয়ে গায়ে তোলা হয়েছে। যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।”

সায়ন্তনী আরও জানান, গুরুতর চোট পেয়েছেন স্বামী ইন্দ্রনীলও। রাতে বাঙুর হাসপাতালে যান তাঁরা। সেখানেই প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি ফেরেন। অভিনেত্রী যোগ করেন, “এই ঘটনার পরে, সঙ্গে সঙ্গে কসবা থানায় অভিযোগ দায়ের করেছি আমরা। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কেন হয়নি, সেটাই বুঝতে পারছি না।” উল্লেখ্য, রাতে যা যা ঘটেছে তাঁদের সঙ্গে, সবটাই লাইভ ভিডিয়োর মাধ্যমে সমাজমাধ্যমে জানান দম্পতি। সেই সঙ্গে কলকাতা পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করতে ভোলেননি তাঁরা। সূত্রের খবর, প্রতিবেশীদেরও নাকি সায়ন্তনী-ইন্দ্রনীলকে নিয়ে একাধিক অভিযোগ রয়েছে, এবং তাঁরাও থানায় অভিযোগ দায়ের করতে চলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement