Sayantani Mullick

বাড়িতে বসে টিভি দেখছিলেন, আচমকাই ‘ব্রেন স্ট্রোক’ সায়ন্তনী মল্লিকের, ঠিক কী ঘটল?

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে এত দিন তাঁকে দেখছিলেন দর্শক। গল্পের মোড় ঘুরেছে। তাই শুটিং শেষ হয়ে গিয়েছিল অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের। ছিলেন বাড়িতে। আচমকাই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৩
Share:

হঠাৎ কী হল সায়ন্তনীর? ছবি: সংগৃহীত।

বাড়িতে বসে নিশ্চিন্তে টেলিভিশন দেখছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। মাত্র কয়েক সেকেন্ডে যে, এমন ঘটে যেতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। স্বামী ইন্দ্রনীল মল্লিক এখনও আতঙ্কিত। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিং সদ্য শেষ করেছেন সায়ন্তনী। আপাতত ছুটিতে ছিলেন। আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয়। পরীক্ষা করে দেখা গিয়েছে ‘ব্রেন স্ট্রোক’ হয়েছে অভিনেত্রীর।

Advertisement

বুধবার ঘটেছে এই ঘটনা। অভিনেত্রীর স্বামী জানালেন, শারীরিক কোনও অসুস্থতা ছিল না সায়ন্তনীর। একেবারে সুস্থ মানুষ। হঠাৎ ‘ব্রেন স্ট্রোক’ কী করে হল, তা এখনও কিছু জানা যায়নি। অভিনেতা যোগ করেন, “রবিবারই ছাড়া পেয়েছে হাসপাতাল থেকে। কড়া নিয়ম নেই তেমন। কিন্তু, আগামী ১৫ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।” ভাগ্যিস শুটিংয়ে গিয়ে কিছু হয়নি—এই কথাই বার বার বলছেন ইন্দ্রনীল। স্টুডিয়োয় গিয়ে কিছু হলে আরও বেশি সমস্যায় পড়তেন। তাই অভিনেতার বক্তব্য, “ভগবান রক্ষা করেছেন আমাদের।”

স্বামী ইন্দ্রনীলকে ধন্যবাদ সায়ন্তনীর। ছবি: ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামের পাতায় হাসপাতালের একটি ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সায়ন্তনী। যে ছবিতে দেখা যাচ্ছে, ইন্দ্রনীলকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন সায়ন্তনী। মুখে-চোখে অসুস্থতার ছাপ। অভিনেত্রী লেখেন, “তোমায় ছাড়া আমার বাঁচা সম্ভব হত না বর। ঈশ্বরকে ধন্যবাদ।” আপাতত, আগামী কয়েকটা দিন বাড়িতেই থাকবেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement