‘তখন সিনেমাটা জরুরি ছিল পোশাকটা নয়’

আজকের তারকারা যখন কানের রেড কার্পেটে ‘গাউন’ নিয়ে মেতে, ঠিক তখনই ১৯৭৬ সালের কান চলচ্চিত্র উৎসবের একটি ছবি শেয়ার করেলন শাবানা আজমি। কান চলচ্চিত্র উৎসবে ৪১ বছর আগের তোলা এই ছবিটি ‘নিশান্ত’ ছবির জন্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ০৯:৫৮
Share:

আজকের তারকারা যখন কানের রেড কার্পেটে ‘গাউন’ নিয়ে মেতে, ঠিক তখনই ১৯৭৬ সালের কান চলচ্চিত্র উৎসবের একটি ছবি শেয়ার করেলন শাবানা আজমি। কান চলচ্চিত্র উৎসবে ৪১ বছর আগের তোলা এই ছবিটি ‘নিশান্ত’ ছবির জন্য। ছবিতে এক্কেবারে সাদামাটা পোশাকে শাবানা আজমি ছাড়াও রয়েছেন প্রয়াত অভিনেত্রী স্মিতা পাটিল। ‘নিশান্ত’ এর পরিচালক শ্যাম বেনেগলও রয়েছেন এই ছবিতে। টুইটারে ছবিটি শেয়ার করেছেন শাবানা আজমি। আর মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ছবি।

Advertisement

আরও পড়ুন: ‘কান’-এর রেড কার্পেটে রূপকথা তৈরি করলেন ঐশ্বর্যা

টুইটারে ছবিটি শেয়ার করার সঙ্গে শাবানা আজমি লিখেছেন, “১৯৭৬ এ ‘নিশান্ত’ ছবির অফিসিয়াল সিলেকশনের পর কানে। আমাদের সারল্যটাই ছিল সব কিছু। তখন সিনেমাটা বেশি জরুরি ছিল, পোশাকটা নয়।” ১৯৭৬ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘নিশান্ত’। এ ছাড়া আরও বেশ কিছু চলচ্চিত্র উৎসবে দেখান হয় এই ছবি। শ্রেষ্ঠ হিন্দি ছবি হিসাবে ১৯৭৭ সালে জাতীয় পুরস্কারও পায় ‘নিশান্ত’।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন