Bollywood news

‘শিশুকন্যার সামনেই আমাকে হেনস্থা করেন অটোচালক’, ভয়াবহ অভিজ্ঞতা শামিম আকবরের

শরীরচর্চা কেন্দ্র থেকে বেরিয়ে একটি অটোয় করে তিনি যাচ্ছিলেন। অটোচালক স্কুলের সামনে এসে হঠাৎই শামিমের উপর চিৎকার করতে থাকেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৬:৪৮
Share:

অটোচালকের কাছে হেনস্থার শিকার শামিম। ছবি: সংগৃহীত।

খোলা রাস্তায় শারীরিক হেনস্থার শিকার অভিনেত্রী শামিম আকবর আলি। মহিলাদের নিরাপত্তা প্রায়ই প্রশ্নের মুখে দাঁড়ায়। শামিমের ঘটনা সেই বিতর্ক আরও একবার উস্কে দিল। সাক্ষাৎকারে গোটা ঘটনা নিজেই জানিয়েছেন শামিম।

Advertisement

গত শনিবার ৩২ বছরের অভিনেত্রী মুম্বইয়ের মীরা রোডে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। শরীরচর্চা কেন্দ্র থেকে বেরিয়ে একটি অটোয় করে তিনি যাচ্ছিলেন। অটোচালক স্কুলের সামনে এসে হঠাৎই শামিমের উপর চিৎকার করতে থাকেন বলে অভিযোগ। পরে বাড়ি পর্যন্ত তাঁদের পৌঁছে দিলেও শেষে শারীরিক হেনস্থা করেন বলে অভিযোগ। শামিম জানিয়েছেন, তাঁর পাঁচ বছরের কন্যার সামনেই এই কাণ্ড ঘটে যায়।

সংবাদমাধ্যমকে শামিম বলেছেন, “ওই অটোচালক হঠাৎই বিরক্ত হয়ে আমার উপর চিৎকার শুরু করে দেন। আমি কেন স্কুলের সামনে অটো দাঁড় করাতে বললাম, তা নিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকেন তিনি। দাবি করতে থাকেন, ভাড়া দিয়ে ওঁকে যেন ছেড়ে দিই।” মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে এই বিপত্তি হয় অভিনেত্রীর। অটোচালককে শান্ত করতে দ্রুত নিজের মেয়েকে নিয়ে বাড়ি ফেরার জন্য ফের সেই অটোতেই ওঠেন তিনি।

Advertisement

ওই অটোতেই নিজের আবাসন পর্যন্ত পৌঁছোন শামিম। তখন হঠাৎই অভিনেত্রীর উপর চড়াও হন সেই অটোচালক। অভিনেত্রীর অভিযোগ, অটোচালক পিছন ফিরে তাঁর হাত মুচড়ে দেন। এই দেখে ঘাবড়ে গিয়েছিল শামিমের কন্যা।

ঘটনার পরে থানায় অভিযোগ দায়ের করেন শামিম। অটোর রেজিস্ট্রেশন নম্বরও থানায় জমা দেন অভিনেত্রী। ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন শামিম। ওই অটোচালকের খোঁজ করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement