Zubeen Garg demise

‘জ়ুবিনকে হত্যা করা হয়েছে’, অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে ফের ক্ষুব্ধ ভক্তেরা! কোন কঠোর শাস্তির দাবি তাঁদের?

হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তিনি জ়ুবিনের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করেন না। সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, জ়ুবিনের মৃত্যুর চার্জশিট আগামী ৮ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৫:২২
Share:

জ়ুবিনের মৃত্য নিয়ে বিস্ফোরক দাবি হিমন্ত বিশ্ব শর্মার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জ়ুবিন গার্গের মৃত্যু স্বাভাবিক নয়। বিস্ফোরক দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বহু দিন ধরেই সিঙ্গাপুরে গায়কের মৃত্যু নিয়ে জলঘোলা চলছে। সিঙ্গাপুর পুলিশ অবশ্য জানিয়েছে, এই মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। এর মধ্যেই অসমের মুখ্যমন্ত্রীর দাবিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তিনি জ়ুবিনের মৃত্যুকে ‘দুর্ঘটনা’ বলে মনে করেন না। সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, জ়ুবিনের মৃত্যুর চার্জশিট আগামী ৮ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। তিনি এই সময়সীমা ধার্য করেছেন। তবে ঠিক কোন কোন বিষয়ের জন্য জ়ুবিনের মৃত্যুকে তিনি ‘হত্যাকাণ্ড’ হিসাবে মনে করছেন, তা প্রকাশ্যে আনেননি হিমন্ত বিশ্ব শর্মা।

গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জ়ুবিনের। সিঙ্গাপুরেই প্রথম ময়নাতদন্ত হয় তাঁর দেহের। এর পরে গুয়াহাটিতে মরদেহ নিয়ে আসার পরে আরও এক বার ময়নাতদন্ত হয় গায়কের দেহের। সিঙ্গাপুর পুলিশের দাবি, গায়কের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। কিন্তু অনুরাগীরা এই দাবি মানতে নারাজ। মুখ্যমন্ত্রীর দাবির পরে তাঁরা ফের পথে নেমেছেন।

Advertisement

সোমবার হিমন্ত বলেছেন, “আমি নিশ্চিত, জ়ুবিন গার্গের মৃত্যু স্রেফ একটা দুর্ঘটনা নয়। বরং সিঙ্গাপুরে ওঁকে হত্যা করা হয়েছে।” জ়ুবিনের মৃত্যুর তদন্তের কারণে গঠন হয়েছিল এসআইটি। তারা তৎপর হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

হিমন্তের এই মন্তব্যের পরে এক ভক্ত সংবাদমাধ্যমকে বলেছেন, “আমাদের জ়ুবিনদাকে হত্যা করা হয়ে থাকলে, অপরাধীদের ফাঁসি দিতেই হবে। রাজ্য সরকারকে বলব, অপরাধীদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। কেউ যেন পালিয়ে না বাঁচে।” হিমন্তের মন্তব্যের পরে ফের গুয়াহাটির রাস্তায় মানুষ আন্দোলন শুরু করেছেন। তাঁদের দাবি, অবিলম্বে বিচার চাই।

অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, “যেহেতু ঘটনাটি বিদেশের মাটিতে ঘটেছে, তাই চার্জশিট তৈরির আগে স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে ছাড়়পত্রের প্রয়োজন হয়। আমি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে দেখা করেছি বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement