Entertainment News

সপ্তমীতে দর্শকদের কী বার্তা দিলেন ‘মিনু’?

এই মুহূর্তে শুটিং সেটে রয়েছেন শ্যামপ্তি। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার দৃশ্যের শুটিং চলছে। তাই কনের সাজেই দর্শকদের সপ্তমীর শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১২:১৮
Share:

মেকআপ রুমে অভিনেত্রী। ছবি: শ্যামপ্তির ফেসবুক পেজের সৌজন্যে।

মাত্র চারদিনের জন্য বাপের বাড়ি এসেছেন দুর্গা। ষষ্ঠী পেরিয়ে চলছে সপ্তমী পুজো। দিন কয়েক আগেও তুমুল ব্যস্ততা ছিল কুমোরপাড়ায়। প্রতিমা তৈরির কাজে এখন পুরুষদের পাশাপাশি এগিয়ে এসেছেন মহিলারাও। তেমনই এক মেয়ের গল্প নিয়ে গত ২০ অগস্ট থেকে স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বাজলো তোমার আলোর বেণু’। সেই ধারাবাহিকের মূল চরিত্র ‘মিনু’ ওরফে শ্যামপ্তি মুদলি দর্শকদের সপ্তমীর শুভেচ্ছা জানালেন।

Advertisement

এই মুহূর্তে শুটিং সেটে রয়েছেন শ্যামপ্তি। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার দৃশ্যের শুটিং চলছে। তাই কনের সাজেই দর্শকদের সপ্তমীর শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

‘বাজলো তোমার আলোর বেণু’র গল্প অনুযায়ী অনাথ মেয়ে মিনুর ঠাঁই হয় প্রতিমাশিল্পী কালীকৃষ্ণের কাছে। প্রতিমা তৈরির প্রতি মিনুর আগ্রহ দেখে তিনি হাতে ধরে কাজ শেখান মেয়েটিকে। মূর্তি গড়ার কাজই তখন হয়ে ওঠে মিনুর আশ্রয়। দুর্গা প্রতিমাই হয়ে ওঠে মিনুর মা। শ্যামপ্তি ছাড়াও সঞ্জীব দাশগুপ্ত, কুশল চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দেবলীনা দত্ত, অনুশ্রী দাশ, ভাস্বর চট্টোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ধারাবাহিক।

Advertisement

আরও পড়ুন, প্রেম ছাড়া পুজো জাস্ট ভাবা যায় না, বললেন দেবলীনা

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement