—প্রতীকী চিত্র।
রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ ছাঁটাইয়ের উদ্দেশ্য পূরণ হওয়ার ইঙ্গিত দিল স্টেট ব্যাঙ্ক। চেয়ারম্যান সি এস শেট্টি জানালেন, গত মাসে গৃহঋণের অঙ্ক ৯ লক্ষ কোটি টাকা পেরিয়েছে। সোনার চড়া দাম স্বর্ণ ঋণেও গতি এনেছে। বহু মানুষ বাড়ির সোনা বন্ধক রেখে ধার করছেন। তাঁর আশা, একই রকম ভাবে মাথা তুলবে খুচরো, কৃষি ও ছোট শিল্পকে দেওয়া ধারও। যা সামগ্রিক ঋণকে ১৪% বাড়াতে সাহায্য করবে। এই ক্ষেত্রে ইতিমধ্যেই ২৫ লক্ষ কোটি টাকা ধার দিয়েছে ব্যাঙ্কটি। যা মোট ঋণের ৬৭%।
চলতি বছরে নভেম্বর পর্যন্ত মোট ১০০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। পাল্লা দিয়ে ব্যাঙ্কে ঋণে সুদ নেমেছে। হালকা হয়েছে মাসিক কিস্তির বোঝা। এ মাসে আরও ২৫ বেসিস পয়েন্ট সুদ ছেঁটেছে শীর্ষ ব্যাঙ্ক। আশা, তার প্রভাবও দ্রুত পড়বে। শেট্টির দাবি, নভেম্বরে তাঁদের বন্ধকী ঋণ (গৃহঋণ) ৯ লক্ষ কোটি ছাড়িয়েছে। এ বার ঋণের চাহিদার পূর্বাভাস ১২% থেকে বাড়িয়ে ১৪% করেছেন। ছোট শিল্পে এর চাহিদা বাড়ছে ১৭%-১৮% হারে। কৃষি ও খুচরো ঋণে প্রায় ১৪%।
এসবিআই কর্তার দাবি, বহু মানুষব্যক্তিগত ঋণ নিচ্ছেন। ফলে তার বৃদ্ধিরহার দশের বেশি হতে পারে। পাশাপাশি ক’বছর ধরে ঢিমে থাকার পরে জুলাই-সেপ্টেম্বরে ৭.১% বেড়েছে শিল্পের ঋণ। এই অর্থবর্ষে দশ পেরোতে পারে তা-ও। সব মিলিয়ে ঋণ বাবদ মুনাফা ৩ শতাংশে পৌঁছতে অসুবিধা হবে না।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে