H-1B Visa

আমেরিকায় ভিসা নিয়ে নতুন কড়াকড়ি

আমেরিকায় প্রচলিত বাক্‌-স্বাধীনতার উপরে যাতে হস্তক্ষেপ করা না হয়, সে জন্যই ভিসা অনুমোদনের ক্ষেত্রে এ ভাবে কড়াকড়ি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ দফতরের এক মুখপাত্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৩
Share:

ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভিসা অনুমোদনের ক্ষেত্রে আরও নতুন ধরনের কড়া বিধি-নিষেধের কথা জানাল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তথ্য যাচাইকারী হিসেবে যাঁরা কাজ করেন, তাঁদের আমেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রে এ বার থেকে আরও কড়া নজরদারির মুখে পড়তে হবে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আমেরিকান দূতাবাসের জন্য নতুন একটি নথি প্রকাশ করেছে আমেরিকার বিদেশ দফতর। দূতাবাস কর্মীদের জন্য সেই বার্তায় স্পষ্ট জানানো হয়েছে, বিদেশ থেকে যে সব নাগরিক আমেরিকায় আসার চেষ্টা করছেন, তাঁরা যদি তথ্য যাচাইকারী হিসেবে অথবা অনলাইন সুরক্ষা, বিষয়বস্তুর নিয়ন্ত্রণ বা বিধি মেনে চলার কাজ করে থাকেন, তাঁদের ভিসা কোনও ভাবেই অনুমোদন করা যাবে না। ট্রাম্প প্রশাসনের নতুন এই নির্দেশিকার ফলে এইচ-১বি ভিসা নিয়ে যে সব ভারতীয় প্রযুক্তিবিদ আমেরিকায় কাজ করতে আসেন, তাঁরা বিশেষ করে সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে।

আমেরিকায় প্রচলিত বাক্‌-স্বাধীনতার উপরে যাতে হস্তক্ষেপ করা না হয়, সে জন্যই ভিসা অনুমোদনের ক্ষেত্রে এ ভাবে কড়াকড়ি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ দফতরের এক মুখপাত্র। উদাহরণ হিসেবে ২০২১-এর ক্যাপটিল দাঙ্গার পরে ট্রাম্পের সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে যে ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সেই প্রসঙ্গও টানা হয়েছে। এমনিতে সব ধরনের ভিসার ক্ষেত্রেই এই নতুন নীতি প্রযোজ্য বলে জানিয়েছেন ওই মুথপাত্র। সাংবাদিক বা পর্যটকেরাও এর আওতায় পড়বেন। তবে এইচ-১বি ভিসা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সব পেশাদার প্রযুক্তিবিদ আমেরিকায় আসেন, তাঁরা এই নতুন কড়াকড়িতে বিশেষ করে সমস্যায় পড়তে পারেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। এই নতুন নীতিতে ভিসা আবেদনকারীদের পেশাগত বিভিন্ন ক্ষেত্র খতিয়ে দেখার পাশাপাশি সমাজমাধ্যমের প্ল্যাটফর্মে তাঁদের অ্যাকাউন্টের উপরেও বিশেষ নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে। চলতি বছরে বহু বিদেশি সাংবাদিকের আমেরিকায় আসার ভিসা বাতিল করছে ট্রাম্প প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন