Celebrity Life

হাতে কাজ নেই স্নেহার! চরিত্র নিয়ে বাছাবাছি করেন বলেই সমস্যায়? কী বললেন অভিনেত্রী?

‘পুবের ময়না’ ধারাবাহিকে তাঁর শেষ শুটিং হয়েছে মাস দুয়েক আগে। এ ছাড়া, ছোট পর্দা বা সিরিজ় থেকে সে ভাবে ডাক পাচ্ছেন না স্নেহা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৪:৫৯
Share:

কেন মুঠোভর্তি কাজ পাচ্ছেন না স্নেহা চট্টোপাধ্যায়? ছবি: ফেসবুক।

স্নেহা চট্টোপাধ্যায়কে শেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে। চার মেয়ের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিকে তিনি ছিলেন অন্যতম। ধারাবাহিক শেষ হয়েছে কয়েক মাস আগে। বড় পর্দা, ছোট পর্দা বা সিরিজ়— কোথাও তেমন ভাবে স্নেহাকে দেখা যাচ্ছে না। কোথায় গেলেন অভিনেত্রী? আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। স্নেহা বললেন, “আমার হাতে সে ভাবে কাজ নেই। মঙ্গলবার থেকে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি ‘গৃহপ্রবেশ’-এ আমার অংশের শুট শুরু হল। আগামী বছরে রাজর্ষি দে-র একটি ছবিতে কাজ করার কথা রয়েছে।”

Advertisement

এ ছাড়া, অনিয়মিত ভাবে তাঁকে ‘পুবের ময়না’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল। সে প্রসঙ্গ তুলতে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, সেখানেও তাঁর শেষ শুটিং হয়েছে পুজোর আগে। এখন ধারাবাহিকে পূর্ববঙ্গের গল্প দেখানো হচ্ছে। ফলে, তাঁর অভিনীত চরিত্রের সুযোগ নেই। অথচ মেগা ধারাবাহিক ‘সুবর্ণলতা’ হোক কিংবা সিরিজ় ‘ইন্দুবালা ভাতের হোটেল’— প্রতিটি ক্ষেত্রে তাঁর অভিনয় দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

তার পরেও কেন কাজ নেই তাঁর হাতে? ইদানীং সমাজমাধ্যমে ছোট পর্দার একাধিক অভিনেত্রীর অভিযোগ, বাংলা টেলিপাড়ায় যাঁরা কাজ করছেন তাঁরাই নাকি নিয়মিত কাজের সুযোগ পান। যাঁরা পান না, তাঁরা কোনও ভাবেই সুযোগ পান না। স্নেহার সঙ্গেও কি এমন কিছু ঘটছে? প্রশ্ন রাখা হয়েছিল তাঁর কাছে। অভিনেত্রীর জবাব, “আমার ক্ষেত্রে সে রকম কিছু ঘটেনি। এটা ঠিক, ছোট পর্দা বা সিরিজ় থেকে আপাতত সে রকম ডাক পাচ্ছি না। পাশাপাশি, আমিও একাধিক চরিত্র ছেড়েছি।” তাঁর যুক্তি, খলনায়িকা হিসাবে জনপ্রিয় হওয়ার পর সমানে একই ধারার চরিত্রে অভিনয়ের ডাক পাচ্ছিলেন। একটা সময়ের পর নিজেই ঠিক করেন, আর নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন না। একই ভাবে ছেলে জোনাকের জন্মের পর বা তার প্রথম স্কুলে ভর্তি হওয়ার পরে কম সময় দিচ্ছিলেন ইন্ডাস্ট্রিকে। এখন সে সব পেরিয়ে এসেছেন।

Advertisement

স্নেহার কথায়, “আমি যে আবার আগের মতো কাজ করতে পারব, সে কথা প্রত্যেককে জানিয়েছি। যাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা প্রয়োজন সেটাও করছি। কারণ, কাজ চাইতে আমার কোনও লজ্জা নেই। কিন্তু তার পরেও পছন্দসই চরিত্র বা ডাক আসছে না।” আচমকা ব্যস্ততা কমে গেলে অবসাদ আসে... স্নেহা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, হ্যাঁ, তিনিও মনখারাপে ভোগেন। সেই সময়ে বেশি করে ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর ইন্দ্রদীপের ছবিতেও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বন্ধু। “ছোট, কিন্তু জোরালো চরিত্র। অনেক দিন পরে আবার শুভশ্রীর সঙ্গে কাজ করব। ইন্দ্রদীপদাও তাঁর আগের ছবিতে অনেক বড় চরিত্র দিয়েছিলেন।” একটু থেমে যোগ করেছেন, “একটা সময় আর্থিক দিক থেকে ততটা চাপ ছিল না। তখন নিজের ইচ্ছেমতো চরিত্র ভাবতে পারতাম। এখন সেই সুযোগ নেই। তার উপরে অনিশ্চিত পেশা।” সেই জায়গা থেকে তাঁর আশঙ্কা, পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, চাইলেও আগামী দিনে হয়তো আর চরিত্র বাছাই করে কাজ করতে পারবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement