Saif Ali Khan Attack Case

সইফের বাড়িতেই শুধু নয়, দুষ্কৃতী হামলা হয় সোহার উপরেও! ভোররাতে কোথায় লুকিয়ে ছিল সে?

বারান্দা থেকে পড়ে যাওয়ার পরে কুণাল ভেবেছিলেন, সেই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। কিন্তু বাস্তবে সে পিঠে চোট পেয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮
Share:

(বাঁ দিকে) সইফ আলি খান, সোহা আলি খান। ছবি: সংগৃহীত।

চলতি বছরের জানুয়ারিতে সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় চমকে গিয়েছিল গোটা বলিউড। চুরি করতে বাধা দিলে সেই দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে ছুরিকাঘাত করেছিল সইফকে। কিন্তু এই প্রথম নয়। এর আগে প্রায় একই অভিজ্ঞতা হয়েছিল সইফের বোন অর্থাৎ সোহা আলি খানেরও।

Advertisement

সেই দুষ্কৃতী নাকি সোহাদের বাড়িতে ঢুকে সটান চলে গিয়েছিল শোয়ার ঘরে, লুকিয়েছিল। সোহা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ওই দুষ্কৃতীকে হাতেনাতে ধরেছিলেন কুণাল। অভিনেত্রী বলেছিলেন, “শোয়ার ঘরের পর্দা সরাতেই কুণাল দেখে একটা পূর্ণবয়স্ক লোক ঘাপটি মেরে দাঁড়িয়ে রয়েছে সেখানে। সঙ্গে সঙ্গে কুণাল লাথি মারে লোকটিকে। টাল সামলাতে না পেরে বারান্দা থেকে একেবারে নীচে পড়ে যায় দু’জনেই। তখন আমি পুলিশে খবর দিই।”

বারান্দা থেকে পড়ে যাওয়ার পরে কুণাল ভেবেছিলেন, সেই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। কিন্তু বাস্তবে সেই দুষ্কৃতী পিঠে চোট পেয়েছিল। শেষ পর্যন্ত তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন কুণাল।

Advertisement

এই ঘটনার পরেই সোহাকে প্রশ্ন করা হয়েছিল, তা হলে কি মুম্বই শহর নিরাপদ নয়? উত্তরে অভিনেত্রী বলেছিলেন, “আমাদেরই সাবধানে থাকতে হবে। আমরা বলে দিতে পারি না, আমাদের শহর খুব নিরাপদ, সোনার গয়না পরে রাস্তায় শুয়ে থাকলেও কিছু হবে না! তাই সব রকম ভাবে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। কিন্তু তার মানে কি এই, যে আমি বলব, এই শহরে আমি নিরাপদে নেই? সেটাও আমি বলছি না। আমি এখনও মনে করি, বাস করার জন্য মুম্বই শহর অন্যতম সেরা। এই ধরনের ঘটনা সর্বত্র ঘটে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement