Soumitrisha Kundu

অপেক্ষার অবসান! পর্দায় ফিরছেন সৌমিতৃষা কুন্ডু, কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

অনেক দিন হল তাঁকে দেখেননি দর্শক। বহু দিন পরে আবার নতুন ভাবে দেখা যাবে সৌমিতৃষা কুন্ডুকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০৩
Share:

বহু দিন পরে পর্দায় ফিরছেন সৌমিতৃষা কুন্ডু। ছবি: সংগৃহীত।

বহু দিন পরে পর্দায় ফিরছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। সৌজন্যে ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ় ‘কালরাত্রি ২’। অসুস্থতার কারণে কাজ থেকে বেশ কিছু দিন দূরে ছিলেন। সে কথাও নিজেই জানিয়েছিলেন। তবে পুজোর মধ্যে সৌমিতৃষা ছাড়াও ওটিটিতে ফিরছে দর্শকের বেশ কিছু প্রিয় চরিত্র।

Advertisement

‘উৎসবের নতুন গল্প’-তে ইন্দু, দেবীদের আবার দেখা যাবে, তবে নতুন মোড়কে। তেমনই নতুন ভাবে নতুন চরিত্রদেরও আগমন হবে। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজ়ের বিপুল জনপ্রিয়তার পর শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে একেবারে অন্য ধরনের গল্পে। ‘অনুসন্ধান’ সিরিজ়ের পরিচালক হলেন অদিতি রায়।

অন্য ধরনের গল্পে দেখা যাবে শুভশ্রীকে। ছবি: সংগৃহীত।

রহস্য, রোমাঞ্চের গল্পের সঙ্গে দর্শক দেখবে হাড়হিম করা ভয়ের কাহিনিও। নেপথ্যে জয়দীপ মুখোপাধ্যায়। প্রথম বার সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং সৃজা দত্ত, দুই অভিনেত্রীর সমীকরণ দেখা যাবে ‘নিশির ডাক’ সিরিজে। এর মাঝে দেবী, ইন্দুর অনুরাগীদের মনখারাপ। এই অক্টোবরেই শেষ বারের মতো দেখা যাবে তাদের।

Advertisement

সুরঙ্গনা, সৃজা, ঋতাভরীকে দেখা যাবে বিভিন্ন সিরিজ়ে বিভিন্ন চরিত্রে। ছবি: সংগৃহীত।

নতুন স্বাদ দিতে তৈরি সোহিনী। ছবি: সংগৃহীত।

পরিবর্তে নতুন স্বাদ দিতে তৈরি সোহিনী সরকার এবং ঋতাভরী চক্রবর্তী। প্রতীম ডি.গুপ্তর নতুন সিরিজ ‘সাইকোলজিক্যাল থ্রিলার’। নাম ‘কার্মা কোর্মা’।

‘ফেলুদা’ আর ‘ইন্দু’-কে আবার দেখার জন্য তৈরি তো! ছবি: সংগৃহীত।

সেই সঙ্গে উপরি পাওনা সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা’ সিরিজে কমলেশ্বর মুখোপাধ্যায়ের যুক্ত হওয়া। এত জনের ভিড়ে দর্শকের নজর কাড়বে কোন গল্প? তা সময় বলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement