Kanchan-Sreemoyee

‘কাঞ্চনের বিশ্বাস জগন্নাথদেব...’, রথযাত্রায় বিশেষ কী নিয়ম মেনে চলেন শ্রীময়ী?

অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক দু’জনেই আধ্যাত্মিক মনের মানুষ। তাঁদের বাড়িতে প্রায় সব পুজোই হয়। জগন্নাথদেবের পুজোয় কী কী নিয়ম পালন করেন তাঁরা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৯:৪১
Share:

সপরিবার কাঞ্চন মল্লিক। ছবি: সংগৃহীত।

মন থেকে প্রার্থনা করলে, ভক্তের ডাকে সব ঈশ্বরই সাড়া দেন। মনেপ্রাণে এ কথা বিশ্বাস করেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এখন তিনি মল্লিকবাড়ির বউ। অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের বাড়ির সব দেবতার পুজো ধুমধাম করে হয়। তেমনই জগন্নাথদেবের পুজো উদ্‌যাপন হয় অনেক বড় করে। রথযাত্রার দু’দিন আগেই কলকাতায় ফিরছেন কাঞ্চন এবং শ্রীময়ী। এই মুহূর্তে রয়েছেন লাভায়। জগন্নাথদেবের পুজোর ক্ষেত্রে কি বিশেষ কোনও নিয়ম মানতে হয়? অভিনেত্রী শ্রীময়ী জানালেন, যা মন থেকে আসে সেটাই মেনে চলেন তিনি।

Advertisement

অভিনেত্রী বললেন, “কাঞ্চন জগন্নাথদেবকে খুবই মানে। আমার যেমন মনে হয় গোপাল সব কথা শোনে। তেমনই জগন্নাথ কাঞ্চনের সব কথা শোনে। আমরা সব পুজোই নিষ্ঠার সঙ্গে পালন করি। নিজেদের মতো ভোগের আয়োজন করি। খুব যে কড়া নিয়ম মানতে হয় তা নয়। বাড়িতে সব পুজোই পালন করা হয়।” অভিনেত্রী যোগ করেন, রথের দিন বাড়িতে নিজেরাই রথ কিনে আনেন। কিন্তু এই সময় কাঞ্চনকে উত্তরপাড়া যেতে হয়। সেখানে রথ বেরোয়। তাই সবার সঙ্গে সময় কাটান।

শ্রীময়ী যোগ করলেন, “সাধারণত, মা কালীর পুজো করলে বেশ কিছু নিয়ম মানতে হয়। কিন্তু জগন্নাথদেবের পুজোর ক্ষেত্রে সে সব কোনও বাধানিষেধ বা নিয়ম নেই।” শুধু শ্রীময়ী-কাঞ্চন নন, টলিপাড়ার অনেকেই রথ উৎসব পালন করেন। সেই তালিকায় রয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী থেকে রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। তাঁরা ঘুরতে গিয়েছেন মরিশাস। এ বছরও কি বাড়িতে ধুমধাম করে রথের উৎসব করবেন তাঁরা? সেই উত্তর পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement