Tollywood News

সায়ক-সুস্মিতার ভাইফোঁটার পুরনো ছবি নিয়ে কাটাছেঁড়া! বিবাহবিচ্ছেদের পর ফের প্রশ্নের মুখে অভিনেত্রী

অভিনেতা সায়ক চক্রবর্তীকে নিয়ে আলোচনার শেষ নেই। তাঁর ভিডিয়ো নিয়ে আলোচনা হয় বিপুল। ভাইফোঁটায় আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা এবং তাঁর প্রাক্তন বৌদি সুস্মিতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৭:৫৮
Share:

সুস্মিতা-সায়কের পুরনো ছবি নিয়ে কাটাছঁড়া। ছবি: সংগৃহীত।

২০২৪ সালেও দেওর সায়ক চক্রবর্তীকে ভাইফোঁটা দিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা রায়। তার পর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। স্বাভাবিকভাবেই শ্বশুরবাড়ির প্রত্যেকের সঙ্গেই সমীকরণ বদলেছে। এই বছর আর সুস্মিতাকে দেখা যায়নি সায়ককে ফোঁটা দিতে। তার পর থেকেই শুরু সমাজমাধ্যমে নানা আলোচনা।

Advertisement

সুস্মিতা এবং সায়কের পুরনো ভাইফোঁটার ছবি আবার ফিরে ফিরে আসছে সমাজমাধ্যমে। যা নিয়ে বিপুল আলোচনা শুরু হয়েছে। অন্য দিকে এই বছর অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের থেকে ভাইফোঁটা নিয়েছেন সায়ক। আর সুস্মিতাও তাঁর নিজের মতো করে ভাইফোঁটার আয়োজন করেছিলেন। তাঁর ভাই এসে ফোঁটাও নিয়ে গিয়েছেন।

সেই ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই দর্শকের মন্তব্য, “সায়ককে ভাইফোঁটা দেবেন না?” আবার এক জন লিখেছেন, “সায়ক কোথায় গেল? আসেনি ফোঁটা নিতে?” যদিও কাউকে কোনও জবাব দেননি সুস্মিতা। এর আগে রাখিপূর্ণিমায় সুস্মিতার থেকে কোনও মেসেজ না পেয়ে মনখারাপ হয়েছিল সায়কের। তিনি বলেছিলেন, “প্রতি বছরই আমায় রাখি পরায়। এই বছর একটা কলও করল না। একটু মনখারাপ হয়েছিল।” তার পর অবশ্য সায়কের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা। তাঁরা দু’জনেই জানিয়েছিলেন যাই হোক না কেন, কোনও তিক্ততা নেই তাঁদের মধ্যে। নিজেদের মতো করে জীবন গোছানোর চেষ্টা করছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement