Swara Bhasker

গাজ়া-প্যালেস্তাইন নিয়ে সভার প্রচার! স্বরার দিকে কটাক্ষ, ‘কোথায় ছিলেন পহেলগাঁও-এর সময়?

গাজ়া ও সমগ্র প্যালেস্তাইনের সংহতির জন্য মুম্বইয়ের আজ়াদ ময়দানে একটি সভার আয়োজন করা হয়েছে। সমাজমাধ্যমে সেই সভার হয়ে প্রচার করেছেন স্বরা ভাস্কর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ২০:১২
Share:

ফের বিতর্কে স্বরা। ছবি: সংগৃহীত।

কোনও বিষয়ে মন্তব্য করলেই বিতর্কে জড়িয়ে যান স্বরা ভাস্কর। আরও এক বার সেই ঘটনার পুনরাবৃত্তি। গাজ়া-সহ প্যালেস্তাইনের জন্য একটি মিছিলের প্রচার করে বিপাকে পড়লেন অভিনেত্রী।

Advertisement

গাজ়া ও সমগ্র প্যালেস্তাইনের সংহতির জন্য মুম্বইয়ের আজ়াদ ময়দানে একটি সভার আয়োজন করা হয়েছে। সমাজমাধ্যমে সেই সভার হয়ে প্রচার করেছেন স্বরা ভাস্কর। এই সভার আয়োজন করেছে সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টি-সহ আরও বেশ কয়েকটি বাম দল। সভার পোস্টার সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে সকলকে উপস্থিত থাকার বার্তা দিয়েছেন স্বরা। তিনি লিখেছেন, “মুম্বই শহরের মানুষ, ১৮ জুন সকলে প্যালেস্তাইনের জন্য উপস্থিত থাকবেন।” তার পরেই তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। আবার অনেকেই সমর্থনও জানিয়েছেন অভিনেত্রীকে।

এক নিন্দক স্বরাকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন, “পহেলগাঁও, বাংলাদেশি হিন্দু, সিরিয়া ও সুদানের খ্রিস্টান, পাকিস্তানের হিন্দু— এঁদের সকলকে ছেড়ে ইনি চিন্তায় পড়েছেন প্যালেস্তানীয়দের নিয়ে। মুসলিমদের প্রতি যদি এত ভালবাসা থেকেই থাকে, তা হলে বালোচ মুসলিমদের জন্যও একটু সরব হন। কিন্তু সেটাই বা কী ভাবে করবেন? তা হলে তো রাজনীতিগত দিক থেকে পাকিস্তানের বিরোধিতা করতে হবে!”

Advertisement

আর এক নিন্দকের প্রশ্ন, “পহেলগাঁও কাণ্ডের সময়ে তো এত কিছু করেননি। পহেলগাঁও-এর নিহতদের জন্য তো কখনও মুম্বইবাসীদের ডাক দেননি!” আর একজনের কথায়, “আপনি প্যালেস্তাইনে গিয়ে লড়াইটা করুন। এখানে বসে সভা করে কিছু হবে না।” তবে এর পাশাপাশি স্বরার কয়েক জন অনুরাগী তাঁর সমর্থনেও এগিয়ে এসেছেন। এখনও এই কটাক্ষ নিয়ে কোনও মন্তব্য করেননি স্বরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement