‘চরিত্র বোঝাতে অন্তর্বাস দেখানো জরুরি?’ ট্রোলড স্বস্তিকা

সম্প্রতি ‘তাসের ঘর’-এর ‘সুজাতা’ ব্রা-এর স্ট্র্যাপ দেখিয়েছেন পোস্টারে। ব্যস, রে রে করে উঠেছে নেটপাড়ার একাংশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ১২:৫৫
Share:

এই ছবি ঘিরেই যত ট্রোলিং। ছবি- স্বস্তিকার টুইটার অ্যাকাউন্ট।

স্বস্তিকা মুখোপাধ্যায় যা করেন তাতেই বিতর্ক! সম্প্রতি ‘তাসের ঘর’-এর ‘সুজাতা’ ব্রা-এর স্ট্র্যাপ দেখিয়েছেন পোস্টারে। ব্যস, রে রে করে উঠেছে নেটপাড়ার একাংশ।

Advertisement

এক নেটাগরিকের মন্তব্য, ‘‘তোমার কালো অন্তর্বাস আমি ভীষণ হতাশ!’’ স্বস্তিকা, পরিচালক এবং হইচই ওয়েব প্ল্যাটফর্মকে ট্যাগ করে আরেক নেটাগরিকের প্রশ্ন, ‘‘পরিচালক কেন পোস্টারে ব্রা-এর স্ট্র্যাপ দেখালেন? খুব জানতে ইচ্ছে করছে। তাহলে কি ধরে নেব, গল্পের সঙ্গে এর কোনও যোগ রয়েছে!’’

Advertisement

এর পরেও কী করে চুপ থাকেন স্বস্তিকা? সকলের হয়ে টুইটারে জবাব তাঁর, ‘‘নায়কদের কেন খাটো আন্ডারওয়্যারে দেখানো হয়? তাঁদের খালি গা কেন বক্স অফিসে লক্ষ্মীলাভে সাহায্য করে? কোনও দিন জানতে চেয়েছেন? না। কারণ, এই দৃশ্যগুলো এত কুল অ্যান্ড ক্যাজুয়াল যে কারোর মাথাতেই আসে না, এ সব নিয়েও কথা বলা যেতেই পারে। কিন্তু মেয়েদের পোশাকের ফাঁক দিয়ে অন্তর্বাস উঁকি দিলেই লোভী চোখের উঁকিঝুঁকি! হাজারো প্রশ্ন। কেন? এটাকেও কেন খুব স্বাভাবিক ঘটনা বলে মানতে পারেন না কেউ!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন