Swikriti Majumdar In Bengali Television

প্রেমিকের মন পেতে মরিয়া স্বীকৃতি! কথ্য ভাষার ধরন বদলে ফেলেছেন, আর কী করছেন অভিনেত্রী?

স্বীকৃতির নতুন রূপ দেখে অনুরাগীরা অবাক! এত কিছু করেও কি তিনি মন পাবেন প্রেমিকের?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৯:৩৮
Share:

স্বীকৃতি মজুমদার কার মন পেতে চান? ছবি: ফেসবুক।

চুপি চুপি বিয়ে সেরেছেন গত অক্টোবরে। ফের প্রেমে পড়েছেন স্বীকৃতি মজুমদার! প্রেমিকের মন পেতে নাকি আমূল বদলে ফেলেছেন নিজেকে। পুরনো দিনের বাংলা কথ্য ভাষা রপ্ত করেছেন। সেই ভাষায় কথা বলছেন। ঢাকাই জামদানিতে নিজেকে সাজাচ্ছেন! অভিনেত্রীকে ঘিরে এমনই আলোচনা টেলিপাড়ার অন্দরে।

Advertisement

স্বীকৃতি মজুমদার বললেই এখন সকলের চোখে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’র ছবির কয়েকটি দৃশ্য। সেখানে গয়নার দোকানের বিক্রেতা তিনি। কোটির ক্লাবে পা রাখা ছবির অংশ হওয়ায় পরিচিতি বেড়েছে তাঁর।

কিন্তু এত করেও কি প্রেমিকের মন পাচ্ছেন তিনি? কার সঙ্গেই বা সম্পর্কে জড়ালেন অভিনেত্রী?

Advertisement

জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। স্বীকৃতির স্বীকারোক্তি, প্রেম তিনি করছেন বটে। তবে সেটি পর্দায়। তিনি সদ্য ছোট পর্দায় ফিরেছেন। স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’-তে। “ধারাবাহিকে আমি কলাবতী। আমাকে অকুস্থল থেকে বাঁচাবেন রাজামশায়। তাঁর সঙ্গেই আমার বিয়ে হওয়ার কথা। কিন্তু তা হবে না। ভবানীকে বিয়ে করবেন তিনি।”

স্বীকৃতির প্রথম ধারাবাহিক ‘খেলাঘর’। নায়িকা হয়ে ছোট পর্দায় পা রেখেছিলেন তিনি। এর পর ‘মেয়েবেলা’, ‘আলোর কোলে’তেও তিনি নায়িকা। এ বার তাঁকে দেখা যাবে চরিত্রাভিনেত্রী হিসাবে। ধারাবাহিকে যে নারী চরিত্রের বিয়ে ভাঙে তিনিই ধূসর চরিত্র হয়ে ধরা দেন। নায়িকার জীবন অতিষ্ঠ করে দেন। স্বীকৃতিও কি সে রকমই কিছু করতে চলেছেন? জবাবে তিনি বললেন, “আমি ভালবাসি রাজাবাবুকে। কিন্তু বলতে পারি না। বিয়ে ভাঙার পর কতটা বদলাব, এখনও জানি না। ধারাবাহিকে আমায় সদ্য দেখানো হয়েছে। চিত্রনাট্য অনুযায়ী গল্প এগোবে। ‘কলাবতী’ও হয়তো পরিবর্তিত হবে।”

এই প্রথম ঐতিহাসিক ধারাবাহিকে অভিনয় করছেন। তাঁর সাজসজ্জাও বাকি ধারাবাহিকের তুলনায় অন্য রকম। এতেই আগ্রহ পেয়েছেন স্বীকৃতি। ছোট পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বড় পর্দায় নায়িকার চরিত্রে কবে দেখা যাবে তাঁকে? “কথা চলছে। হয়তো শীঘ্রই দেখতে পাবেন আপনারা।” আপাতত আগামী কাজ নিয়ে এর বেশি কিছু বলতে নারাজ অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement