(বাঁ দিক থেকে) মধুমিতা সরকার, নীল ভট্টাচার্য, তৃণা সাহা। ছবি: সংগৃহীত।
এই মুহূর্তে টিআরপি তালিকায় প্রথম স্থানে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি। অভিনেত্রী তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর জুটি নিয়ে দর্শকমহলে মাতামাতি। এরই মাঝে নতুন ঘোষণা। এই চ্যানেলে নতুন ধারাবাহিকে নায়ক হিসাবে দেখা যাবে তৃণার স্বামী অভিনেতা নীল ভট্টাচার্যকে। বিপরীতে অভিনয় করবেন মধুমিতা সরকার। তা হলে স্বামী-স্ত্রীয়ের মধ্যে কি প্রতিযোগিতা বাড়বে? কী উত্তর তৃণার?
মাঝে বেশ কিছুদিন মুম্বইয়ে ছিলেন নীল। ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিক শেষ হওয়ার পর কিছু দিন মায়ানগরীতে কর্মশালায় ব্যস্ত ছিলেন তিনি। আর অন্য দিকে মধুমিতাকেও বহু বছর ছোটপর্দায় দেখেননি দর্শক। তিনি মন দিয়েছিলেন ছবি এবং ওয়েব সিরিজ়ের কাজে। ছোটপর্দার দুই পুরনো অভিনেতা আবারও ফিরছেন লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র মাধ্যমে।
তা হলে তৃণা, ইন্দ্রজিৎ জুটির প্রতিযোগিতা বাড়ল? যদিও নায়িকা এই বিষয়টিকে প্রতিযোগিতা হিসাবে দেখতে কোনও ভাবে রাজি নন। সবটাই তাঁর ঘরের ব্যাপার। তৃণা যোগ করেন, “মধুমিতা আমার খুব ভাল বন্ধু। লীনাদির প্রযোজনা সংস্থার নতুন কাহিনি। ভাল হবে আমি নিশ্চিত। আর নীল আমার স্বামী। ফলে এখানে প্রতিযোগিতার থেকে উত্তেজনা বেশি। ওর ধারাবাহিক ভাল হলেও তো, আমারই লাভ। সবই ঘরের ব্যাপার।” বাস্তবে তৃণা-নীল জুটিকে নিয়েও দর্শকের মনে কৌতূহলের শেষ নেই। আগামী দিনে তৃণা-ইন্দ্র নাকি মধুমিতা-নীল, কে কাকে টেক্কা দেয় সেটাই দেখার।