Neel Bhattacharya

হিন্দি ধারাবাহিকের নায়ক নীল! তাই কি পাকাপাকি কলকাতা ছেড়ে চললেন অভিনেতা?

বাংলা ধারাবাহিকের অন্যতম সফল নায়ক অভিনেতা নীল ভট্টাচার্য। বেশ কয়েক মাস হয়ে গেল তাঁকে আর দেখা যাচ্ছে না ছোট পর্দায়। তিনি কি পাকাপাকি ভাবে কলকাতা ছাড়লেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৮:১৩
Share:

মুম্বইয়ে কী করছেন নীল? ছবি: সংগৃহীত।

মে মাসের প্রথম দিকে কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য। টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ। একের পর এক জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন তিনি। শেষ তাঁকে ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে দেখেছেন দর্শক। তার পর আচমকাই নিজের সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা। যেখানে দেখা গিয়েছিল কলকাতা বিমানবন্দরের বাইরে তিনি। সামনের ট্রলিতে অনেকগুলো ব্যাগ। তা দেখেই সবাই আন্দাজ করেছিলেন নতুন কিছু হতে চলেছে। তার পরেই জানা যায়, অভিনেতা মুম্বইয়ে যাচ্ছেন। তার পর অনেকের মনেই প্রশ্ন ছিল তবে কি হিন্দি ধারাবাহিকের ডাক পেলেন? নীল প্রথম নন, কলকাতা থেকে অনেক অভিনেতা-অভিনেত্রীই হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন।

Advertisement

সেই তালিকায় রয়েছেন ঋষি কৌশিক, অঙ্কিতা চক্রবর্তী, ক্রুশল অহুজা, অদ্রিজা রায়, দেবচন্দ্রিমা সিংহরায়-সহ আরও অনেকে। এ বার কি তবে হিন্দি ধারাবাহিকের নায়ক হচ্ছেন তিনি? সূত্র বলছে, এখনও কিছুই ঠিক হয়নি। হাতে বেশ কয়েক মাসের সময় নিয়ে গিয়েছেন নীল। মুম্বইয়ে অনেক কিছু শিখছেন। নাচ শিখছেন নীল। অভিনয়ের ওয়ার্কশপ করছেন। সেই সঙ্গে বেশ কিছু অডিশনও দিচ্ছেন। নিজেকে আরও ভাল করে তৈরি করার উদ্দেশ্যেই সেখানে রয়েছেন তিনি। আরব সাগর পারে তিনি যে বেশ খোশমেজাজে রয়েছেন তা নায়কের ইনস্টাগ্রামের পোস্ট দেখে আন্দাজ করা যায়।

অন্য দিকে নীলের স্ত্রী তৃণা সাহা ব্যস্ত নিজের কাজ নিয়ে। স্বামী-স্ত্রী এখন আলাদা আলাদা শহরে। তৃণাকে এই মুহূর্তে দর্শক দেখছেন, ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে তৃণা অভিনীত এই কাহিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement