Bollywood Gossip

রিনার সঙ্গে বিবাহবিচ্ছেদের জের, তাই রানির সঙ্গে এমন অন্যায় করেছিলেন আমির!

বলিপাড়ায় রানি মুখোপাধ্যায় এবং আমির খান জুটি বক্স অফিসে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন। কিন্তু এত সাফল্যের পরেও নায়িকার সঙ্গে অভিনয় করতে চাননি নায়ক?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৭:২৫
Share:

রানির সঙ্গে কেন এমন করেছিলেন আমির? ছবি: সংগৃহীত।

২১ বছর আগে মুক্তি পেয়েছিল সইফ আলি খান এবং রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘হম তুম’। এত বছর পরেও সেই ছবি তারিয়ে তারিয়ে উপভোগ করেন দর্শক। বিদেশি প্রেক্ষাপট, রোম্যান্টিক গান আর নায়ক-নায়িকার খুনসুটি— সব মিলিয়ে বক্স অফিসে খুবই সাড়া ফেলে এই ছবি। প্রথম ছবিতেই রানি, সইফ সফল জুটির তকমা পায়। তার পর একের পর এক ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন সইফ এবং রানি। কিন্তু জানেন কি রানির বিপরীতে প্রথমে সইফের কাজ করার কথা ছিল না। প্রথমে হৃত্বিক রোশনকে ভাবা হয়েছিল নায়কের চরিত্রে। কিন্তু তিনি রাজি হননি কাজ করতে। তার পর কর্ণের চরিত্রে অভিনয়ের জন্য ফোন যায় আমির খানের কাছে।

Advertisement

বলিউডে রানি, আমির জুটি বরাবরই হিট। তাঁদের ঝুলিতে রয়েছে একগুচ্ছ হিট ছবি সেই সঙ্গে হিট গান। তাই আবারও রানি, আমির জুটিকে ফেরানোর পরিকল্পনা করেছিল প্রযোজক সংস্থা। কিন্তু কেন রানির বিপরীতে কাজ করতে রাজি হলেন না আমির? না, সিনেমার কাস্ট বা প্রযোজনা সংস্থা নিয়ে কোনও সমস্যা ছিল না অভিনেতার। সে সময় ভয়ঙ্কর সময় পার করছিলেন অভিনেতা। তাই ‘হম তুম’ ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নেন আমির।

ব্যক্তিগত জীবন ঠিক না থাকলে পেশাগত জীবনে তার প্রভাব পড়ে। অনেকেই নিজেদের জীবন দু’ভাগে ভাগ করতে পারেন না। তখনই হয় সমস্যা। সে সময় রিনা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা। সবাই জানে, সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। তার পরেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। সে সময় রিনার সঙ্গে একটি ভয়ঙ্কর খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আমির। তাই ‘হম তুম’-এর চিত্রনাট্য শোনার আগেই ‘না’ করে দিয়েছিলেন আমির। তার পরেই কর্ণ চরিত্রের জন্য সইফকে বেছে নিয়েছিলেন পরিচালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement