Urvashi Rautela

‘আমার বাবাকে সুপারমডেলদের মতো দেখতে, আমরা এমনই ফর্সা ও সুন্দর’, ফের বিতর্কে উর্বশী

ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে কোনও দিকের বাসিন্দাদের চেয়েই উত্তরাখণ্ডের মানুষ সব দিক থেকে অনেক বেশি সুন্দর, দাবি উর্বশীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১২:৫৬
Share:

নিজের প্রশংসা করে ফের বিতর্কে উর্বশী। ছবি: সংগৃহীত।

বিতর্ক পিছু ছাড়ছে না উর্বশী রৌতেলার। মন্তব্য করলেই কটাক্ষের শিকার হচ্ছেন। সম্প্রতি নিজের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে ফের বাক্যবাণে বিদ্ধ হলেন ‘দাবিড়ি দিবিড়ি’ কন্যা।

Advertisement

উর্বশী উত্তরাখণ্ডের মেয়ে। অভিনেত্রীর দাবি, উত্তরাখণ্ডের মেয়ে বলেই তিনি সব দিক থেকে সুন্দরী। উর্বশীর এই মন্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে। দেখা যায় অভিনেত্রী বলছেন, “উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা এবং সুন্দর।” এর পরে নিজের বাবার সৌন্দর্যের বর্ণনাও দিয়েছেন তিনি। ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে কোনও দিকের মানুষের চেয়েই উত্তরাখণ্ডের বাসিন্দারা সব দিক থেকে অনেক বেশি সুন্দর বলে দাবি উর্বশীর। এই মন্তব্যের জন্য তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষ।

উর্বশী বলেছেন, “আপনি আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক। এর মধ্যে কৃত্রিম কিছু নেই। আমি তো উত্তরাখণ্ডের মানুষ। জন্মের পর থেকেই এখানকার মানুষ সুন্দর। তাই কৃত্রিম ভাবে কোনও কিছু দরকার পড়ে না।” এর পরেই নিজের বাবার প্রসঙ্গে উর্বশী বলেন, “আমার বাবাকেই দেখুন। ওঁর উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ফর্সা, সুন্দর ও লম্বা। একেবারে সুপারমডেলের মতো।”

Advertisement

নিজের দিদিমার সঙ্গে অভিনেত্রী বৈজয়ন্তীমালার তুলনাও করেন তিনি। অভিনেত্রীর কথায়, “আমার দিদিমা বৈজয়ন্তীমালার থেকে কম সুন্দর নয়। তাঁর বয়স এখন ৯০ বছর। এখনও তাঁর মুখের ত্বক টানটান। আসলে জিনের উপরে অনেক কিছু নির্ভর করে।”

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই উর্বশীকে এক নিন্দক বলেন, “আপনি সব সময় নিজেকে নিয়ে এত বড়াই করেন কী ভাবে!” আর এক নিন্দকের কটাক্ষ, “আপনি নিজের জন্য একটি লোক নিয়োগ করুন, যিনি আপনার এই সব নিরর্থক কথা মন দিয়ে শুনবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement