Zareen Khan

‘ঈশ্বরের সঙ্গে সরাসরি সম্পর্ক’, মুফতিকে বিয়ে করে কেন বদলে গেলেন সানা? মুখ খুললেন জ়রিন

জ়রিন জানান, সানাকে খুব কাছ থেকে তিনি চেনেন না। তবে এটুকু জানেন, বিয়ের আগেও ধর্মে মতি ছিল সানা খানের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৭:২৭
Share:

সানা ও মুফতিকে নিয়ে মুখ খুললেন জ়রিন খান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘বিগবস্‌’-এর ঘরে নজর কেড়েছিলেন সানা খান। সলমন খানের ছবিতেও অভিনয় করেছিলেন। বলিউডের পরিচিত মুখ ছিলেন এক সময়। কিন্তু ২০২০ সালে মুফতি আনাস সায়েদকে বিয়ে করার পরই বদলে যায় তাঁর জীবন। বিনোদন দুনিয়া ত্যাগ করেন, সাজ-পোশাকেও আনেন ব্যাপক বদল। কেন বিয়ের পরে বদলে গিয়েছিলেন তিনি? এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী জ়রিন খান।

Advertisement

জ়রিন জানান, সানাকে খুব কাছ থেকে তিনি চেনেন না। তবে এটুকু জানেন, বিয়ের আগেও ধর্মে মতি ছিল সানা খানের। বিয়ের এবং তার পর আধ্যাত্মিকতা ও ধর্ম নিয়ে সানার সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলেও জানান জ়রিন। বিয়ের পরে রুপোলি জগৎ সম্পূর্ণ ভাবে ত্যাগ করেন সানা। তাই এই প্রশ্নও ওঠে, মুফতি আনাস কি অভিনেত্রীর উপর নিজের মতাদর্শ চাপিয়ে দিয়েছেন?

এই প্রশ্নের উত্তরে জ়রিন বলেন, “আমি অল্প বিস্তর সানা খানকে চিনি। এখন মানুষ জানে, ও নিজের ধর্মকে সম্পূর্ণ ভাবে আগলে নিয়েছে। কিন্তু মানুষ এটা জানে না, বিনোদনজগতে থাকতেও ও একই রকমের ধার্মিক মানুষ ছিল। ও রোজ প্রার্থনা করত। নিজের চোখে ভক্তি না দেখতে পেলে মানুষ বিশ্বাস করতে চায় না।”

Advertisement

সানাকে নিয়ে জ়রিন আরও বলেন, “মানুষ মনে করে, রুপোলি দুনিয়ার মহিলারা ধার্মিক হতে পারেন না। কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে কী করি, তা আপনারা জানেন কী ভাবে? ধর্মীয় বিশ্বাস বিষয়টাই খুব ব্যক্তিগত। এটা ঈশ্বরের সঙ্গে সরাসরি আপনার সম্পর্ক। এটা নিয়ে প্রচারের দরকার পড়ে না। সানা আগেও ধার্মিক ছিল। মৌলানা সাহেবকে বিয়ে করার পরে ও পুরোপুরি ধর্মে মন দিয়েছে। ওর জীবন, ওর সিদ্ধান্ত। আমি খুশি ওকে নিয়ে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement