রানির মেয়ের জুতোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

৯ ডিসেম্বর ২০১৫। মেয়ের মা হয়েছেন রানি মুখোপাধ্যায়। ছোট্ট আদিরা এখন চোপড়া পরিবারের প্রধান সেলিব্রিটি। যদিও এখন সেই সেলেবের কোনও ছবি প্রকাশ্যে আসেনি। তবে তার জুতোর ছবি শেয়ার করেছেন খোদ রানি। ছোট্ট গোলাপী জুতোতে আবার সাদা রঙের বো বাঁধা রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৬ ১৩:১৮
Share:

৯ ডিসেম্বর ২০১৫। মেয়ের মা হয়েছেন রানি মুখোপাধ্যায়। ছোট্ট আদিরা এখন চোপড়া পরিবারের প্রধান সেলিব্রিটি। যদিও এখন সেই সেলেবের কোনও ছবি প্রকাশ্যে আসেনি। তবে তার জুতোর ছবি শেয়ার করেছেন খোদ রানি। ছোট্ট গোলাপী জুতোতে আবার সাদা রঙের বো বাঁধা রয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করার পরই সে ছবি চুটিয়ে দেখেছেন রানির অনুরাগীরা। তার পরই আদিরার এমন একটি ছবি পোস্ট করেছেন নায়িকা, যেখানে তার মুখ দেখা যাচ্ছে না। মনে হচ্ছে সোয়েটার, টুপি পরা একটা ছোট্ট পুতুল যেন শুয়ে রয়েছে। সেই ছবির ক্যাপশনে রানি লিখেছেন, ‘মাই মোস্ট ওয়ান্ডারফুল জয়।’

Advertisement

মেয়ে হওয়ার পর রানি জানিয়েছিলেন, ‘‘আমার সব অনুরাগীদের ধন্যবাদ। আজ ভগবান তাঁর সেরা উপহারটা আমাকে দিয়েছেন। আদিরা। আমার সব বন্ধুদের তাঁদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’’

২০১৪-য় শেষ বার ‘মর্দানি’তে দেখা গিয়েছিল নায়িকাকে। এখন কেরিয়ারে তিনি দীর্ঘ বিরতি নেবেন বলেই মনে করছে গোটা বলিউড। কারণ এখন মেয়েকেই সময় দিতে চান তিনি। আপাতত ছোট্ট আদিরার ছবি দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

Advertisement

আরও পড়ুন: নতুন মা রানিকে কী পরামর্শ দিলেন কাজল?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement