অদিতি-সিদ্ধার্থের সুখের সংসারে, অশান্তির আঁচ! ছবি: সংগৃহীত।
২০২১-এ ‘মহাসমুদ্রম’ ছবির শুটিং থেকে প্রেম অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ সূর্যনারায়ণের। তাঁদের বিয়ের ছবি দেখে মনে হয়েছিল যেন রূপকথার দৃশ্য। যুগলের প্রশংসা করেন অনেকেই। এ বার কি অদিতি-সিদ্ধার্থের সেই সুখের সংসারে ধরল চিড়!
সম্প্রতি মুম্বইয়ের একটি আবাসন থেকে বেরাতে দেখা যায় অদিতি ও সিদ্ধার্থকে। পাথরের মতো মুখ, উস্কোখুস্ক চুল। সোজা হেঁটে বেরিয়ে আসছেন। আশেপাশে কে আছে, কারা আছেন চোখ ঘুরিয়ে দেখছেন না পর্যন্ত। অন্য সময় অবশ্য ছবিশিকারি দেখলে সিদ্ধার্থ বিব্রত বোধ করলেও অদিতি হাসি মুখেই ধরা দেন। কিন্তু একেবারে অন্য অবতারে।
সিদ্ধার্থের পরনে বাড়ির পোশাক। অদিতির পিছু পিছু বেরোচ্ছিলেন কিন্তু ছবিশিকারিদের দেখা মাত্রই মুখ ফিরিয়ে উল্টো দিকে হাঁটা দিলেন। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় জল্পনার, তবে কি সুখ চিরস্থায়ী হল না! সুখী দাম্পত্য জীবন কাটানো কি অধরা রয়ে যাবে তাঁদের! অদিতি ও সিদ্ধার্থ দু’জনেরই দ্বিতীয় বিয়ে এটি। দীর্ঘ দিন একত্রবাস করার পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারকা-যুগল। তাঁদের সুখের সংসারে কোন অশান্তির আঁচ!