Sabyasachi Mukherjee

৩৯৮ কোটির বিনিময়ে সব্যসাচীর সাম্রাজ্যে প্রবেশ আদিত্য বিড়লা ফ্যাশন গ্রুপের

সব্যসাচীর ৫১ শতাংশ অংশ কিনে নিল আদিত্য বিড়লা ফ্যাশন গ্রুপ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ০০:১৯
Share:

সব্যসাচীর ডিজাইন

সব্যসাচীর ৫১ শতাংশ অংশ কিনে নিল আদিত্য বিড়লা ফ্যাশন গ্রুপ। ৩৯৮ কোটি টাকা দিয়ে ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ব্র্যান্ডে নিজেদের অংশীদারিত্ব গড়ল এই বৃহৎ ফ্যাশন সংস্থা।

Advertisement

চুক্তির প্রক্রিয়া চলছিল বহু দিন আগে থেকেই। বুধবার তার ঘোষণা করল আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেইল লিমিটেড। এই লেনদেনের গোটা প্রক্রিয়া শেষ হতে প্রায় ৩০ থেকে ৪০ দিন লাগবে।

এই চুক্তির ফলে সব্যসাচী ব্র্যান্ডের পোশাক ও অলঙ্কারের বিশাল সাম্রাজ্যে অধিকার তৈরি হল বিড়লার।

Advertisement

এই দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অত্যন্ত আপ্লুত আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেইল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আশীষ দিক্ষিত। তিনি জানালেন, ‘‘সব্যসাচীর যে দীর্ঘ যাত্রাপথ, তারই একটি অংশ হয়ে উঠতে পেরে খুব আনন্দিত আমরা। এমন এক ঐশ্বর্য বিলাসী ব্র্যাণ্ড, যা ইতিমধ্যেই গোটা পৃথিবীর কাছে নিজেদের বাণিজ্য মেলে ধরেছে, সেই ব্র্যান্ডকে নিজেদের বলে চিহ্নিত করতে পেরে ভাল লাগছে।’’

সব্যসাচী মুখোপাধ্যায় জানালেন, ‘‘কুমার মঙ্গলম বিড়লার মতো এক জন অংশীদার পেয়ে আমি খুশি। আরও বৃহৎ লক্ষ্যের দিকে পা ফেলতে চলেছি আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন