Entertainment News

প্যান্ট খুলে নেব, বিমানবন্দরে হুমকি উদিত-পুত্র আদিত্যের

বিমান সংস্থার দাবি, এই কথোপকথনের সময় ডিউটি ম্যানেজার অশালীন মন্তব্য না করার অনুরোধ করতেই, আদিত্য আরও চিত্কার করতে শুরু করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৭ ১৯:১১
Share:

আদিত্য নারায়ণ। ছবি: আদিত্যর ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

ছত্তীসগঢ়ের রায়পুর বিমানবন্দরে উদিত নায়ারণের ছেলে আদিত্য নারায়ণের ‘দাদাগিরি’। ইন্ডিগো বিমান সংস্থার কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে, প্যান্ট খুলে নেওয়ার হুমকি পর্যন্ত দিলেন বলিউডের বিখ্যাত গায়কের ছেলে।

Advertisement

আদিত্য নিজেও এক জন গায়ক। টেলিভিশন‌ে বিভিন্ন গানের শো সঞ্চালনাও করেন। ঘটনার সময় আদিত্যরই এক সহযাত্রী বচসার ভিডিও তুলে রাখেন। বিমান সংস্থার কর্মীকে আদিত্যর এই হুমকি দেওয়ার ভিডিও পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

দেখুন ভিডিও…

Advertisement

ভাইরাল হওয়া এই ভিডিও ফুটেজটিতে দেখা গিয়েছে, আদিত্য ইন্ডিগো বিমান সংস্থার এক গ্রাউন্ড স্টাফকে বলছেন, ‘‘আমাকে এক বার মুম্বই পৌঁছতে দিন, আপনার প্যান্ট না খুলেছি তো আমার নামও আদিত্য নারায়ণ নয়।’’

ঘটনাটা আসলে কী?

ইন্ডিগো বিমানসংস্থার দাবি, আদিত্য নারায়ণ তাঁর আরও পাঁচ সঙ্গীকে নিয়ে মুম্বই যাওয়ার জন্য রায়পুর বিমানবন্দরে গিয়েছিলেন। তাঁর লাগেজের ওজন ৪০ কেজির বেশি হওয়ায় আদিত্যকে তেরো হাজার টাকা দিতে অনুরোধ করেন ইন্ডিগোর এক মহিলা কর্মী। অভিযোগ, ওই টাকা দিতে অস্বীকার করেন আদিত্য। এবং ওই মহিলা কর্মীর সঙ্গে নাকি খারাপ ভাষায় কথাও বলেন।

আরও পড়ুন, কফি উইথ কর্ণ’র নতুন সিজন কবে থেকে শুরু জানেন?

আরও পড়ুন, কেবিসি ৯-এর মঞ্চে বিগ বি’র বার্থ ডে সেলিব্রেশন?

বিমান সংস্থার দাবি, এই কথোপকথনের সময় ডিউটি ম্যানেজার অশালীন মন্তব্য না করার অনুরোধ করতেই, আদিত্য আরও চিত্কার করতে শুরু করেন।

এর পরই আদিত্যকে জানানো হয়, এমন আচরণ করলে তাঁকে বিমানে উঠতে দেওয়া হবে না। বিমান সংস্থার দাবি, কর্মীদের সঙ্গে কারও অভব্য আচরণই বরদাস্ত করবেন না তারা।

তবে শেষ পর্যন্ত আদিত্য ওই বিমানে উঠেছিলেন কি না, তা অবশ্য জানা যায়নি।

সাম্প্রতিক কালে আদিত্যর মতোই বিমান সংস্থার কর্মীদের সঙ্গে বচসার অভিযোগে জড়িয়েছিলেন শিবসেনার সাংসদ রবীন্দ্র গায়কোয়াড। তাঁর আচরণের জন্য বিমানে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল। মা’কে নিয়ে বিমানে ফেরার সময় একই ধরনের ঘটনায় নাম জড়িয়েছিল তৃণমূল সাংসদ দোলা সেনেরও।

তবে তাঁদের কারও বচসার ঘটনা এ ভাবে ভিডিও হয়ে ভাইরাল হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement